(পর্ব – ২)
সংবিধানে স্বয়ংসম্পূর্ণ
সরকারি চাকরির প্রস্তুতির এই নতুন বিভাগে প্রথমেই বেছে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানকে। গত সংখ্যায় গণপরিষদ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছিল। এই সংখ্যায় আরও কিছু প্রাসঙ্গিক তথ্য দেওয়া হল গণপরিষদ সম্পর্কে।
গণপরিষদের টুকিটাকি
ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী, পরিষদের মূল সদস্য-সংখ্যা ছিল ৩৮৯টি। এর মধ্যে ২৯৬টি ছিল ব্রিটিশশাসিত অঞ্চলগুলির জন্য। ৯৩টি ছিল দেশীয় রাজ্যগুলির জন্য।
২৯৬টি আসনে প্রথম নির্বাচন হয় জুলাই-অগস্ট, ১৯৪৬ সালে যার মধ্যে কংগ্রেস দখল করে ২০৮টি আসন, ৭৩টি মুসলিম লিগ ও ১৫টি অন্যরা।
সেই সময়ের সমস্ত বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বের প্রায় প্রত্যেকেই গণপরিষদের সদস্য ছিলেন। শুধুমাত্র গান্ধীজি ও মহম্মদ আলি জিন্নাহ ছাড়া।
১৩টি দেশীয় রাজ্যগুলি প্রাথমিকভাবে নির্বাচন থেকে দূরে ছিল। যদিও তারা এপ্রিল, ১৯৪৭-এর পর থেকে গণপরিষদে স্বেচ্ছায় যোগদান করতে থাকে।
নির্বাচিত গণপরিষদের প্রথম অধিবেশন বসে ৯ ডিসেম্বর, ১৯৪৬ সালে দিল্লির কনস্টিটিউশন হলে। উপস্থিত ছিলেন ২০৭ জন সদস্য। মুসলিম লিগ বয়কট করে এই অধিবেশন।
পরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হন সচ্চিদানন্দ সিন্হা। প্রস্তাব করেন তৎকালীন কংগ্রেস সভাপতি জে বি কৃপালনি।
মোট অধিবেশন-সংখ্যা ১১টি। শেষ অধিবেশন বসে ১৯৫০ সালের ২৪ জানুয়ারি।
১৯৪৬ সালের ১১ ডিসেম্বর ড. রাজেন্দ্র প্রসাদ পরিষদের প্রথম স্থায়ী সভাপতি-পদে নির্বাচিত হন। তিনিই হলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। (২৬ জানুয়ারি ১৯৫০ থেকে ১৩ মে ১৯৬২)। প্রসঙ্গত, তিনি কলকাতার ‘হিন্দু হস্টেল’-এ থেকে পড়াশোনা করতেন। এইচ সি মুখার্জি সহ-সভাপতি পদে নির্বাচিত হন। বি এন রাও সাংবিধানিক উপদেষ্টা-পদে নিযুক্ত হন।
গণপরিষদ দ্বারা
১৯৪৭ সালের ২২ জুলাই জাতীয় পতাকা গৃহীত হয়। প্রসঙ্গত, ২৬ জানুয়ারি ২০০২ থেকে নতুন ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, ২০০২ বলবৎ হয়। এই আইনের দ্বারা জনসাধারণের জন্য স্বমর্যাদায় জাতীয় পতাকা প্রদর্শনে উন্মুক্ত হয়।
জাতীয় সঙ্গীত (National Anthem) গৃহীত হয় ২৪ জানুয়ারি, ১৯৫০। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘জনগণমন…’ গানটি প্রথম গাওয়া হয় ২৭ ডিসেম্বর, ১৯১১ সালে, ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। সভাপতি ছিলেন বি এন ধর। সম্পূর্ণ সঙ্গীতটি পাঁচটি পরিচ্ছেদে বিভক্ত। গাইবার সময় ৫২ সেকেন্ড। প্রথম ও শেষ পরিচ্ছেদ নিয়ে সংক্ষিপ্ত আকারে জাতীয় সঙ্গীত গাইবার সময় ২০ সেকেন্ড।
জাতীয় গান (National Song) ‘বন্দে মাতরম্’ গৃহীত হয় ২৪ জানুয়ারি ১৯৫০। বঙ্কিমচন্দ্র মূল গানটি সংস্কৃত ভাষায় লেখেন। এটি জাতীয় সঙ্গীতের সমমানের (equal status) । গানটি প্রথম গাওয়া হয় ১৮৯৬- এর জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। সভাপতি ছিলেন মহম্মদ রহিমতুল্লা সায়ানি।
প্রসঙ্গত, জাতীয় প্রতীক (National Emblem) গৃহীত হয় ২৬ জানুয়ারি ১৯৫০। এটি সারনাথে অবস্থিত অশোক স্তম্ভের অনুকরণে নির্মিত।
জাতীয় প্রতীক এক নজরে
মূল অশোক স্তম্ভে চারটি সিংহ একে অন্যের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের পাদদেশের স্তম্ভে একটি করে হাতি, ছুটন্ত ঘোড়া, ষাঁড় ও সিংহ উল্টানো ঘণ্টাকৃতি পদ্মের উপর দাঁড়ানো অবস্থায় থাকে। তবে, ভারত সরকার সামান্য কিছু পরিবর্তন করে মূল অশোক স্তম্ভকে জাতীয় প্রতীকের মর্যাদা দিয়েছে। যেমন চারটির বদলে তিনটি সিংহ দেখা যায়। চতুর্থ সিংহটি কার্যত অদৃশ্য। সিংহগুলোর পাদদেশীয় স্তম্ভের মধ্যে একটি ধর্মচক্র অবস্থান করে। যার ডান দিকে একটি করে ষাঁড় এবং বাঁ-দিকে ঘোড়া দেখতে পাওয়া যায়। স্তম্ভের পাদদেশে দেবনাগরি অক্ষরে মুন্ডাকা উপনিষদ থেকে নেওয়া ‘সত্যমেব জয়তে’ শব্দগুলো লেখা আছে।
গণপরিষদ নিযুক্ত কমিটি
পরিষদ দ্বারা মোট ২২টি কমিটি নিযুক্ত হয়। যার মধ্যে ১০টি ছিল সভার কার্যবিবরণী সম্পর্কিত কমিটি (Committee on Procedural Affairs) এবং ১২টি ছিল স্থায়ীবিষয়ক কমিটি (Committee on Substantive Affairs)|
এদের মধ্যে উল্লেখযোগ্য হল-
কার্যনির্বাহী কমিটি (Steering Committee)। সভাপতি ছিলেন ড. কে এম মুন্সি।
কার্যবিবরণী সম্পর্কিত কমিটি (Rules of Procedure Com- mittee)। সভাপতি ছিলেন ড. রাজেন্দ্র ‘প্রসাদ।
খসড়া কমিটি (Drafting Committee)। সভাপতি ছিলেন বি আর আম্বেডকর।
বহুমাত্রিক নির্বাচনী প্রশ্ন (MCQ)
১) ভারতের সংবিধান তৈরিতে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
ক) জওহরলাল নেহরু
খ) বি আর আম্বেডকর
গ) রাজেন্দ্র প্রসাদ
ঘ) সর্দার বল্লভভাই পটেল
২) ভারতের গণপরিষদ কোন বছরে গঠিত হয়েছিল?
ক) ১৯৪৫ সালে
খ) ১৯৪৬ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৯৪৯ সালে
৩) ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন?
ক) রাজেন্দ্র প্রসাদ
খ) বি আর আম্বেডকর
গ) শচীদানন্দ সিনহা
ঘ) সরোজিনী নাইডু
৪) মুসলিম লিগ প্রত্যাহারের পর গণপরিষদে কতজন সদস্য ছিল?
ক) ২৯৯ জন
খ) ৩৮৯ জন
গ) ২৯৬ জন
ঘ) ৩১৫ জন
৫) কোন তারিখে গণপরিষদ দ্বারা ভারতীয় সংবিধান গৃহীত হয়?
ক) ২৬ জানুয়ারি, ১৯৪৯
খ) ৯ ডিসেম্বর, ১৯৪৬
গ) ২৬ নভেম্বর, ১৯৪৯
ঘ) ১৫ অগস্ট, ১৯৪৭
৬) গণপরিষদে প্রথম সহ-সভাপতি কে ছিলেন?
ক) সর্দার বল্লভভাই পটেল
খ) এইচ সি মুখার্জি
গ) বি আর আম্বেডকর
ঘ) সি রাজা গোপালাচারি
৭) গণপরিষদের শেষ অধিবেশন ছিল কোনটি?
ক) ৯ ডিসেম্বর, ১৯৪৬
খ) ১৫ অগস্ট, ১৯৪৭
গ) ২৬ নভেম্বর, ১৯৪৯
ঘ) ২৪ জানুয়ারি, ১৯৫০
৮) ‘উদ্দেশ্য প্রস্তাব’ (Objectives Resolution) গণপরিষদে কে প্রস্তাব করেছিলেন?
ক) মহাত্মা গান্ধি
খ) রাজেন্দ্র প্রসাদ
গ) জওহরলাল নেহরু
ঘ) বি আর আম্বেডকর
৯) গণপরিষদের মূল কাজ কী ছিল?
ক) ভারতের সংবিধান প্রণয়ন করা
খ) স্বাধীনতা ঘোষণা করা
গ) ভারতের প্রধানমন্ত্রী নির্বাচন
ঘ) রাজ্য সরকার গঠন করা
১০) সংবিধান প্রণয়নে গণপরিষদ কতগুলি অধিবেশন পরিচালনা করেছিল?
ক) ৫টি অধিবেশন
খ) ৭টি অধিবেশন
গ) ১১টি অধিবেশন
ঘ) ১৫টি অধিবেশন
(এমসিকিউ ধরনের নমুনা প্রশ্নপত্রের উত্তর থাকবে আগামী সংখ্যায়। এই প্রস্তুতিপর্ব তোমাদের কেমন লাগছে, আরও কী কী বিষয়ে জানতে চাও – আমাদের ইমেল করে জানাও। Email: dasakishor@gmail.com)