বাংলা কবিতা থেকে নির্বাচিত প্রশ্ন

ফাইল চিত্র

সম্পাদনা করেছেন অভিজ্ঞ শিক্ষক
পঙ্কজ মহাপাত্র, জহরলাল নাইয়া এবং মানবেন্দ্র রায়

14. ‘অপরিচিত ছিল তোমার মানবরূপ’ — মানবরূপ অপরিচিত থাকার কারণ উল্লেখ করো। তোমার বলতে কার কথা বলা হয়েছে?
15. ‘দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে;— কবি কোন্ মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলেছেন তা ‘আফ্রিকা’ কবিতার বিষয়বস্তু অবলম্বনে আলোচনা করো।

প্রলয়োল্লাস— কাজী নজরুল ইসলাম ‘প্রলয়োল্লাস’ কবিতাটি
যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, তা হল—

(A) অগ্নিবীণা
(B) সর্বহারা
(C) ঝড়
(D) ফণীমনসা
Ans: (A) অগ্নিবীণা


‘নূতনের কেতন’ বলা হয়েছে—
(A) দ্বাদশ রবির বহ্নিজ্বালাকে
(B) অট্টরোলের হট্টগোলকে
(C) বিশ্বমায়ের আসনকে
(D) কালবোশেখির ঝড়কে
Ans : (D) কালবোশেখির ঝড়কে

‘প্রলয়োল্লাস’ শব্দের অর্থ হল—
(A) ধ্বংসের আনন্দ
(B) ভয়ংকরের চণ্ডরূপ
(C) রথঘর
(D) দিগন্তের কাদন
Ans: (A) ধ্বংসের আনন্দ

ভয়ংকর আসছে—
(A) কেশের দোলায় ঝাপটা মেরে
(B) বজ্রশিখার মশাল জ্বেলে
(C) অরুণ হেসে করুণ বেশে
(D) আসছে হেসে মধুর হেসে
Ans: (B) বজ্রশিখার মশাল জ্বেলে

‘ঝামর’ শব্দের অর্থ হল—
(A) ঝটকা
(B) আলুথালু
(C) বিবর্ণ
(D) গভীর
Ans: (C) বিবর্ণ

ধূমকেতুকে ‘জ্বালামুখী’ বলার কারণ হল—
(A) ধূমকেতুর পুচ্ছটি ধূম্রনির্মিত
(B) ধূমকেতু আগুন উদ্‌গিরণ করে
(C) ধূমকেতু সবকিছু পুড়িয়ে দেয়
(D) ধূমকেতু নিজে পুড়ে যায়
Ans: (A) ধূমকেতুর পুচ্ছটি ধূম্রনির্মিত

‘কৃপাণ’ শব্দটির অর্থ হল—
(A) কিপটে
(B) তরবারিবাংলা ভাষার বই
(C) ঢাল
(D) ছোরা
Ans: (D) ছোরা

চরাচর স্তব্ধ হওয়ার কারণ—
(A) দিগন্তরের কাঁদন
(B) জগৎজুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে
(C) দেবতা বাঁধা যজ্ঞ – যুপে
(D) অট্টরোলের হট্টগোলে
Ans: (D) অট্টরোলের হট্টগোলে

‘সপ্ত মহাসিন্ধু দোলে / কপোলতলে।’— ‘কপোল’ শব্দের অর্থ হল—
(A) কপাল
(B) গাল
(C) পায়রা
(D) কর্পূর
Ans: (B) গাল

‘মাভৈঃ মাভৈঃ’ ধ্বনির তাৎপর্য হল—
(A) ভয় না পেয়ে এগিয়ে চল
(B) ভয়ের কথা ভেব না
(C) যুদ্ধে জয়ী হও
(D) মা-কে সর্বদা ভক্তি করো
Ans: (A) ভয় না পেয়ে এগিয়ে চল

‘মুমূর্ষু’ শব্দের একটি প্রতিশব্দ হল—
(A) অসুস্থ
(B) উপবাসী
(C) মৃতপ্রায়
(D) ভয়ংকর
Ans: (C)মৃতপ্রায়

‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘শিশু-চাঁদ’ বলতে বোঝানো হয়েছে –
(A) ছোটো চাঁদ
(B) সদ্য-উদিত চাঁদ
(C) চাঁদের সন্তান
(D) চাদের মতো সুন্দর শিশু
Ans: (B) সদ্য-উদিত চাঁদ

‘ অন্ধ কারার বন্ধ কূপে / দেবতা বাঁধা যজ্ঞ–যূপে’— এক্ষেত্রে কবি ‘দেবতা’ বলতে বুঝিয়েছেন—
(A) মহাদেবকে
(B) ভারতীয় বিপ্লবীকে
(C) দেশমাতাকে
(D) দেশনায়ককে
Ans: (B) ভারতীয় বিপ্লবীকে

1. ‘ তোরা সব জয়ধ্বনি কর’।— কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন ?
2. কালবোশেখির ঝড় ‘ – কে নূতনের কেতন বলার কারণ কী ?
3. ‘ সিন্ধুপারের সিংহদ্বারে ’ বলতে কী বোঝানো হয়েছে ?
4. ‘ ধূমকেতু ’ কী ?
5. ‘ দ্বাদশ রবির বহ্নিজ্বালা ‘ বলতে কী বোঝানো হয়েছে ?
6. ‘ জগৎ জুড়ে প্রলয় ‘ কেন ঘনিয়ে আসছে ?
7. ‘ এই তো রে তার আসার সময়’- ‘ তার ‘ বলতে কার আসার সময়ের কথা বলা হয়েছে ?
8. ‘ ওই ভাঙা – গড়া খেলা যে তার’— ‘ভাঙা – গড়া’ খেলা বলতে কী বোঝ ?
9. ‘ ওই নূতনের কেতন ওড়ে — ‘ নূতনের কেতন ওড়া’ বলতে কবি কী বুঝিয়েছেন ?
10. ‘ জরায় মরা মুমূর্ষুদের প্রাণ – লুকানো ওই বিনাশে? —পঙ্ক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও ।
11. ‘ ধ্বংস দেখে ভয় কেন তোর ? – ধ্বংসকে ভয় না – পাওয়ার কারণটি বুঝিয়ে দাও ।
12. ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর ।’- ‘ সে ‘ কে ? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও ।
13. ‘ কাল – ভয়ংকরের বেশে এবার ওই আসে … ! – এমন উক্তি কার সম্পর্কে করা হয়েছে ? এমন উক্তির কারণ কী ?
14. ‘ প্রলয়োল্লাস ‘ কবিতায় প্রলয়ের যে – চিত্র অঙ্কিত হয়েছে তার বর্ণনা দাও ।
15. প্রতিবাদী কবিতা হিসেবে ‘ প্রলয়োল্লাস ‘ কতখানি সার্থকতা লাভ করেছে , তা কবিতা অবলম্বনে আলোচনা করো ।

অস্ত্রের বিরুদ্ধে গান – জয় গোস্বামী

‘ অস্ত্রের বিরুদ্ধে গান’ ‘ কবিতাটির উৎস হল –
(A) পাখি , হুস
(B) ভালোটি বাসিব
(C) পাতার পোশাক
(D) ভুতুমভগবান
Ans: (C) পাতার পোশাক

‘ অস্ত্রের বিরুদ্ধে গান’ ‘ কবিতার প্রথম পঙ্ক্তিটি হল—
(A) অস্ত্র ফ্যালো , অস্ত্র রাখো পায়ে
(B) ‘ গান বাঁধবে সহস্ৰ উপায়ে
(C) অস্ত্র রাখো , অস্ত্র ফ্যালো পায়ে ‘
(D) অস্ত্র ফ্যালো , অস্ত্র রাখো গানের দুটি পায়ে
Ans: (A) অস্ত্র ফ্যালো , অস্ত্র রাখো পায়ে

আমি এখন হাতে পায়ে।
(A) লক্ষ
(B) হাজার
(C) শত
(D) একক
Ans: (B) হাজার

কী প্রতিরোধ করতে কবি গানের বর্ম পরেছেন ?
(A) কথা
(B) শব্দ
(C) ধ্বনি
(D) অস্ত্র
Ans: (D) অস্ত্র

‘আঁকড়ে ধরে সে – খড়কুটো ‘ — ‘ সে – খড়কুটো ‘ বলতে বোঝাচ্ছে –
(A) সামান্য সম্বল
(B) গুরুত্বহীন
(C) বহু মূল্যবান
(D) খাদ্য – জাতীয়
Ans: (A) সামান্য সম্বল

গানের গায়ে মোছা হয়—
(A) অস্ত্র
(B) চোখের জল
(C) ময়লা
(D) রক্ত
Ans: (D) রক্ত

মাথায় আছে শকুন অথবা –
(A) কাক
(B) চিল
(C) বক
(D) চড়াই
Ans: (B) চিল

সহস্র উপায়ে গান বাঁধত—
(A) চিল – শকুন
(B) শ্যামা
(C) কোকিল
(D) দোয়েল
Ans: (C) কোকিল

কবিতায় ঋষিবালকের প্রসঙ্গ রয়েছে –
(A) পরিত্রাতা হিসেবে
(B) কবিতাকথক হিসেবে
(C) স্বার্থান্বেষী হিসেবে
(D) কবি হিসেবে
Ans: (A) পরিত্রাতা হিসেবে

1. ‘ রক্ত মুছি গানের গায়ে’ — কথাটির অর্থ কী ?
2. কবি কেন কোকিলকে সহস্র উপায়ে গান বাঁধতে বলেছেন ?
3. কবিতায় ‘ অস্ত্র রাখো , অস্ত্র ফ্যালো পায়ে’ ‘ বলতে কী বোঝানো হয়েছে ?
4. ‘অস্ত্রের বিরুদ্ধে গান‘ কবিতার ‘ঋষি বালক’ কীসের প্রতীক ?
5. অস্ত্র ধরার পরিবর্তে কবি কী নিতে বলেছেন ?
6. ‘ আমি এখন হাজার হাতে পায়ে / এগিয়ে আসি , উঠে দাঁড়াই ’ — কাদের এগিয়ে আসার কথা বলা হয়েছে ?
7. ‘ অস্ত্রের বিরুদ্ধে গান’ ‘ কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন ? অস্ত্র পায়ে রাখার মর্মার্থ কী ?
8. ‘অস্ত্র ও গানের’ প্রতিদ্বন্দ্বিতায় কে , কেন জয়ী হয় কবিতা অবলম্বনে বুঝিয়ে বলো ।
9. ‘ আমি এখন হাজার হাতে পায়ে ‘কোন কবির কোন কবিতা থেকে নেওয়া ? ‘ আমি ‘ কে ? ‘ হাজার হাতে পায়ে বলতে তিনি কী বুঝিয়েছেন ব্যাখ্যা করো ।
10. ‘ গানের বর্ম আজ পরেছি গায়ে- কার কোন্ রচনাংশ ? মূল গ্রন্থ কী ? কে ‘ গানের বর্ম ’ পরেছে ? ‘ গানের বর্ম ’ বলার তাৎপর্য বিশ্লেষণ করো ।
11. তোমায় নিয়ে বেড়াবে গান / নদীতে , দেশগাঁয়ে —কার , কোন্ রচনার অংশ ? প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটির তাৎপর্য বুঝিয়ে লেখো ।
12. ‘অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় ভাষা, উপমা ও চিত্রকল্প ব্যবহারে যে অভিনবত্ব প্রকাশ পেয়েছে , তা নিজের ভাষায় লেখো ।
13. ‘ গান তো জানি একটা দুটো – ‘ একটা দুটো ’ মানে কী ?
14. কবি কাকে সম্বল করে গান বাঁধতে চান ?
15. ‘অস্ত্রের বিরুদ্ধে গান‘ কবিতাটির নামকরণ কতদূর সার্থক আলোচনা করো ।