বাংলা কবিতা থেকে নির্বাচিত প্রশ্ন

ফাইল চিত্র

সম্পাদনা করেছেন অভিজ্ঞ শিক্ষক
পঙ্কজ মহাপাত্র, জহরলাল নাইয়া এবং মানবেন্দ্র রায়

‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ বাক্যটির অর্থ—
(A) দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা
(B) ছাড়া ছাড়া থাকা
(C) বন্ধন মুক্ত থাকা
(D) ঢিলেঢালা থাকা
Ans: (A) দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা

1. ‘ডান পাশে ধ্বস’ ও ‘বাঁয়ে গিরিখাদ’ বলতে আসলে কবি কী বুঝিয়েছেন?
2. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় আমাদের ঘর উড়ে গেছে, কথাটি কেন বলা হয়েছে?
3. ‘আমরা ভিখারি বারোমাস’ বলার কারণ কী?
4. ‘তবু তো কজন আছি বাকি’ বলার কারণ কী?
5. ‘আমাদের পথ নেই আর’— কবির এরকম বলার কারণ কী?
6. আয় আরো হাতে হাত রেখে— এই পঙ্‌ক্তিটির অন্তর্নিহিত অর্থ লেখো।
7. ‘পৃথিবী হয়তো গেছে মরে’ — এমন বলার কারণ কী?
8. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় বর্তমান সামাজিক অবস্থা প্রসঙ্গে কবির অভিমত তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করো।
9. ‘আমাদের ঘর গেছে উড়ে’— উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।
10. আমরাও তবে এইভাবে / এ – মুহূর্তে মরে যাব না কি— এ শঙ্কার হেতু কী?
11. ‘আমাদের ইতিহাস নেই— কে, কেন এ কথা বলেছেন?
12. পৃথিবী হয়তো গেছে মরে— এমন সংশয়ের কারণ কী? সংশয়ের কারণ কী?
13. ‘আমরা ফিরেছি দোরে দোরে’— ‘আমরা’ কারা? কেন এই অবস্থা?
14. ‘আমাদের শিশুদের শব’— ‘শিশুদের শব’ বলতে বক্তা কী বুঝিয়েছেন? ‘শব’ শব্দটির অর্থ কী?
15. ‘আমাদের ইতিহাস নেই— কাদের, কেন ইতিহাস নেই? এই মন্তব্যের মধ্য দিয়ে সভ্যতার কোন্ কলঙ্কিত ইতিহাসকে বোঝাতে চাওয়া হয়েছে?


আফ্রিকা – রবীন্দ্রনাথ ঠাকুর

আফ্রিকা বিদ্রূপ করছিল—
(A) নতুন সৃষ্টিকে
(B) শঙ্কাকে
(C) আপনাকে
(D) ভীষণকে
Ans: (D) ভীষণকে

আফ্রিকা বিদ্রূপ করছিল ভীষণকে—
(A) বিভীষিকার প্রচণ্ড মহিমায়
(B) কালো ঘোমটার নীচে
(C) বিরূপের ছদ্মবেশে
(D) তাণ্ডবের দুন্দুভিনিনাদে
Ans: (C) বিরূপের ছদ্মবেশে

নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন—
(A) কবি
(B) ছায়াবৃতা
(C) দয়াময় দেবতা
(D) স্রষ্টা
Ans: (D) স্রষ্টা

কবি আদিম যুগের যে বিশেষণ ব্যবহার করেছেন, তা হল—
(A) চেতনাতীত
(B) দৃষ্টি – অতীত
(C) অপমানিত
(D) উদভ্রান্ত
Ans: (D) উদভ্রান্ত

‘আফ্রিকা’ কবিতায় কবি ‘ছায়াবৃতা’ সম্বোধন করেছেন —
বাংলা কবিতার বই
(A) আদিম অরণ্যকে
(B) আফ্রিকার কৃষ্ণাঙ্গী ক্রীতদাসীকে
(C) আফ্রিকাকে
(D) ঔপনিবেশিক শাসনকে
Ans: (C) আফ্রিকাকে

আফ্রিকাকে কবি ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন, কারণ—
(A) আফ্রিকার লোকেদের গায়ের রং কালো
(B) আফ্রিকা জঙ্গলাকীর্ণ
(C) আফ্রিকায় ছ – মাস রাত্রি থাকে
(D) মানচিত্রে আফ্রিকাকে কালো বিন্দুর মতো লাগে
Ans: (B) আফ্রিকা জঙ্গলাকীর্ণ

কালো ঘোমটার নীচে কী অপরিচিত ছিল?
(A) উপেক্ষার আবিল দৃষ্টি
(B) মানুষের শুভবুদ্ধি
(C) সভ্যের বর্বর লোভ
(D) আফ্রিকার মানবরূপ
Ans: (D) আফ্রিকার মানবরূপ

উপেক্ষার দৃষ্টি কেমন ছিল?
(A) আবিল
(B) তীক্ষ্ণ
(C) বর্বর
(D) অন্ধ
Ans: (A) আবিল

‘আফ্রিকা’ কবিতায় ‘ওরা’ এল— ।
(A) লোহার হাতকড়ি নিয়ে
(B) মানুষ – ধরার দল নিয়ে
(C) অরণ্যপথে
(D) সমুদ্রপারে
Ans: (A) লোহার হাতকড়ি নিয়ে

যে–মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল, তা অবস্থিত
(A) রুদ্ধ সমুদ্রে
(B) সমুদ্রপারে
(C) সূর্যহারা অরণ্যে
(D) মানবীর দ্বারে
Ans: (B) সমুদ্রপারে

পূজার ঘণ্টা কখন বাজছিল।
(A) সকালে
(B) সন্ধ্যায়
(C) সকালে – সন্ধ্যায়
(D) মধ্যরাতে
Ans: (C) সকালে – সন্ধ্যায়

কার নামে পুজার ঘণ্টা বাজছিল?
(A) সভ্য দেশগুলির নামে
(B) ঔপনিবেশিক শাসকের নামে
(C) আফ্রিকার রাজার নামে
(D) দয়াময় দেবতার নামে
Ans: (D) দয়াময় দেবতার নামে

‘প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস’— ‘প্রদোষ’ শব্দের অর্থ –
(A) ভোর
(B) রাত্রি
(C) দুপুর
(D) সন্ধ্যা
Ans: (D) সন্ধ্যা

1. ‘ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা’— কে তাকে ছিনিয়ে নিয়ে গেল?
2. সমুদ্র আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে কীভাবে রেখেছিল?
3. ‘হায় ছায়াবৃতা,’— আফ্রিকাকে ‘ছায়াবৃতা’ বলার কারণ কী?
4. ‘গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে’ — তাৎপর্য লেখো।
5. আফ্রিকার দুর্দিনে কবি কীভাবে তার পাশে থাকতে চেয়েছেন?
6. ‘বলো’ ‘ক্ষমা করো’— কীসের জন্য এই ক্ষমাপ্রার্থনা।
7. ‘নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত – নতুন সৃষ্টিটি কী?
8. ‘আফ্রিকা’ কবিতায় শেষ পুণ্যবাণীটি কী ছিল?
9. ‘স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে’— স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন কেন?
10. ‘চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে’ ‘চিরচিহ্ন’ বলতে কবি কী বুঝিয়েছেন?
11. ‘গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে।— উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো।
12. বর্বর সভ্যদের অনুপ্রবেশে আফ্রিকার পরিণতি কী হয়েছিল ?
13. ‘অশুভ ধ্বনি’ বলতে কী বোঝানো হয়েছে? ‘দিনের অন্তিমকাল’ ঘোষণা করার মর্মার্থ বুঝিয়ে দাও। (ক্রমশ)
14. ‘ অপরিচিত ছিল তোমার মানবরূপ — ‘ মানবরূপ অপরিচিত থাকার কারণ উল্লেখ করো । তোমার বলতে কার কথা বলা হয়েছে ?
15. ‘ দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে ; – কবি কোন্ মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলেছেন তা ‘ আফ্রিকা ‘ কবিতার বিষয়বস্তু অবলম্বনে আলোচনা করো ।