ভারতীয় শিবিরকে ভাবাচ্ছে ক্রিকেটারদের চোট ও আঘাত

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচের উপর সবার নজর রয়েছে। বিশেষ করে অধিনায়ক শুভমন গিলরা জয়ের পথে ফিরতে পারবেন কিনা, তা নিয়ে আলোচনার শেষ নেই। ইতিমধ্যে ভারতীয় দল ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। লর্ডসের মাঠে তৃতীয় টেস্ট ম্যাচে ভারতের হারটা কেউই মেনে নিতে পারেননি। তাই চতুর্থ টেস্ট ম্যাচ ২৩ জুলাই থেকে শুরু হওয়ার আগে ভারতীয় শিবিরে চোটের খবর সবাইকে বিচলিত করেছে। বিশেষ করে উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ঋষভ পন্থ লর্ডসের মাঠে চোট পেয়েছিলেন। সেই চোট থেকে পুরোপুরি মুক্তি পাননি। তাই চতুর্থ টেস্ট ম্যাচে উইকেটের পিছনে দেখা যাবে কিনা, তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।

তৃতীয় টেস্ট ম্যাচে ঋষভ আঙুলে চোট পাওয়ার পরে আর উইকেটে কিপিং করেননি। তবে তিনি ব্যাট হাতে নেমেছিলেন। প্রথম ইনিংসে ঋষভের ব্যাট থেকে এসেছিল ১১২ বলে ৭৪ রান। তিনি যদি প্রথম একাদশে সত্যি জায়গা না পান, সেক্ষেত্রে লোকেশ রাহুলকে উইকেটের পিছনে দেখা যেতে পারে। ঋষভ চলতি সফরে দারুণ ফর্মে রয়েছেন। তিন ম্যাচে ঋষভের ব্যাট থেকে এসেছে ৪২৫ রান। এমন হতে পারে উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন না করলেও, ব্যাট করার জন্য মাঠে আসবেন। তবে দল গঠনের ব্যাপারে প্রধান ভূমিকা পালন করবেন কোচ গৌতম গম্ভীর। অধিনায়ক শুভমন গিল অবশ্যই চাইবেন দলকে জয়ের সরণিতে ফিরিয়ে আনতে ঋষভের ব্যাটিংটা অত্যন্ত প্রয়োজন। ঋষভ মাঠে থাকার অর্থ দলের নির্ভরতা। ঋষভ শেষ সময় পর্যন্ত চেষ্টা করবেন ভারতীয় দলের হয়ে মাঠে নামতে। এদিকে লোকেশ রাহুল ভারতের হয়ে দারুণ ব্যাট করছেন। লর্ডসে কঠিন সময়ে লোকেশ একশো রান করেন। এখনও পর্যন্ত তাংর ব্যাট থেকে ৩ ম্যাচে ৩৭৫ রান এসেছে।

আবার ভারতীয় শিবিরে চোটের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন আর্শদীপ সিং। চতুর্থ টেস্টে আর্শদীপের অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু এখানে অনুশীলনের সময় সাই সুদর্শনের একটা বল থামাতে গিয়ে হাতে চোট পান। তাঁর পক্ষে চোট নিয়ে খেলা সম্ভব হবে না। আর্শদীপের জায়গায় কোচ গৌতম গম্ভীর ডেকে নিয়েছেন অনশুল কম্বোজকে। ২৪ বছর বয়সী এই বোলার দারুণ খেলছেন। ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলেছেন। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ২ ম্যাচে অনশুল কম্বোজ ৫টি উইকেট পান এবং অর্ধশতরান করে সবার নজর কেড়ে নিয়েছেন। পাশাপাশি, ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে খেলেছেন। এমনকি রঞ্জি ট্রফি ক্রিকেটে এক ইনিংসে ১০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে তিনি ২৪টি ম্যাচে ৭৯টি উইকেট তুলে নিয়েছেন।


ইতিমধ্যে লোকেশ রাহুল তিন ম্যাচে ৩৭৫ রান করে ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে। চতুর্থ টেস্ট ম্যাচে খেলতে নেমে রাহুল যদি ৬০ রান করতে পারেন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০০ রান পূর্ম করার কৃতিত্ব দেখাবেন। রাহুল ২১৮টি ম্যাচে ২৫৪টি ইনিংসে ৮৯৪০ রান করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১৯টি শতরান ও ৫৮টি অর্ধ শতরান। সেই কারণে লোকেশ রাহুলকে অত্যন্ত সচেতন থেকে ব্যাটিং করতে হবে।

এদিকে যশপ্রীত বুমরার সামনে রেকর্ডের হাতছানি। বুমরা আর ৪টি উইকেট নিতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার ডেনিস লিলিকে টপকে যাবেন। সেই কারণে চতুর্থ টেস্ট ম্যাচে প্রথম একাদশে বুমরাকে রেখেই প্রথম একাদশ গঠন করা হবে বলে মনে করা হচ্ছে। আসলে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বলা হয়েছিল বুমরাকে তিনটি ম্যাচ খেলানো হবে। দ্বিতীয় টেস্ট ম্যাচে বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে অধিনায়ক শুভমন গিল নিশ্চয়ই রূপরেখা তৈরি করবেন ইংল্যান্ডকে কীভাবে ঘায়েল করবেন। শুভমনের পাখির চোখ শুধুই জয়।