বাঙালির ভাষা

ফাইল চিত্র

শ্রী সুকুমার সেন

পূর্ব প্রকাশিতর পর

ঘুরতে ঘুরতে পুরুষবেশে ইন্দ্র তাঁকে বললেন যে চলে বেড়ায় তার উরু (হয়) পুষ্ট; আত্মা হয় অলঙ্কৃত ও সফল যে শুয়ে পড়ে এর সকল পাপ চলার পথে শ্রমের দ্বারা আঘাত পেয়ে। কেবলই চল।।


কেবল চরে বেড়াও (এই কথা) আমাকে ব্রাহ্মণ বললেন এই (ভেবে সে) তৃতীয় বছরও অরণ্যে ঘুরে বেড়াল। (তারপর) অরণ্য থেকে সে গ্রামে এল। ঘুরতে ঘুরতে পুরুষবেশে ইন্দ্র তাঁকে বললেন: বসে থাকে (তার) ভাগ্য যে উপবিষ্ট, উঠে দাঁড়ায় (তাহ ভাগ্য) যে দণ্ডায়মান।
(তার) (ভাগ্য) শায়িত যে শুয়ে পড়েছে যে চলে তার ভাগ্যও চলে। কেবলই চল।।

কেবল চরে বেড়াও (এই কথা) আমাকে বলেছেন ব্রাহ্মণ এই (ভেবে সে চতুর্থ বছরও অরণ্যে ঘুরে বেড়াল। (তারপর) অরণ্য থেকে সে গ্রামে এল। ঘুরতে ঘুরতে পুরুষবেশে ইন্দ্র তাকে বললেন:
কলি (হল) শায়িত, যে উঠে বসছে সে (হল) দ্বাপর। দণ্ডায়মান হল ত্রেতা, চললেই কৃত (অর্থাৎ) বিজয় সম্পন্ন হয়।
(কলি দ্বাপর ত্রেতা এই শব্দগুলি এখানে যুগমাপক নয়। পাশা বা দাবা খেলার পারিভাষিক। কলি মানে হেরে যাওয়া, দ্বাপর মানে সমান সমান, ত্রেতা মানে তিন ভাগ জিৎ একবার হার। কৃত মানে সম্পূর্ণ জিৎ)।

কেবল চরে বেড়াও (এই কথা) আমাকে ব্রাহ্মণ বললেন এই (ভেবে সে) পঞ্চম বছরও অরণ্যে ঘুরে বেড়াল। (তারপর) অরণ্য থেকে সে গ্রামে এল। ঘুরতে ঘুরতে পুরুষ বেশে ইন্দ্র তাকে বললেন চরে বেড়ালেই মধু পাওয়া যায়; চরে মিষ্টি ফল (পাওয়া যায়) সূর্যের ঐশ্বর্য দেখ, যে চলতে চলতে ঘুমায় না। কেবলই চল।।
কেবল চরে বেড়াও (এই কথা) আমাকে ব্রাহ্মণ বললেন এই (ভেবে সে) ষষ্ঠ বছরও অরণ্যে ঘুরে বেড়াল।
প্রাচীন ভারতীয় আর্য : সংস্কৃত (গ)
কশ্-চিৎ১ কান্তাবিরহ গুরুণা স্বাধিকারপ্রমত্তঃ২
শাপেনাস্তংগমিত মহিমা৪ বর্ষভোগেণে৬ ভর্তুঃ৩
যক্ষশ্৫ চক্রে জনকতনয়া স্মান পুণ্যোতনয়া স্নান পুণ্যোদকেষু৭
স্নিগ্ধচ্ছায়া তরুষু৮ বসতিং ১০ রামগির্যাশ্রমেষু৯।।
কোনো-এক১ কর্তব্য ভ্রষ্ট২ (সুতরাং) প্রভু দত্ত কঠিন নির্বাসন দণ্ডে৩
ক্ষমতাচ্যুত৪ যক্ষ৫ এক বছরের জন্য৬ জনকতনয়ার স্নান জনিত পূত বারিময়৭, শীতল ছায়া যুক্ত৮ রামগিরি আশ্রম পদে৯ বসতি করলে১০ ।।১।।
তস্মিনন্১ অদ্রৌ কতিচিদ্৬ অবলা বিপ্রযুক্তঃ৩ স৪ কামী৫
নীত্বা ৮ মাসান্৭ কনকবলয়ভ্রংশরিক্তপ্রকোষ্ঠঃ৯।
আষাঢ়স্য১০ প্রশম দিবসে১১ মেঘম্১৪ আশ্লিষ্টসানুং১২
বপ্রক্রীড়া পরিণত গজপ্রেক্ষণীয়ং১৩ দদর্শ১৫।।

(ক্রমশ)