দ্বিতীয় বিশ্বযুদ্ধ

প্রতিনিধিত্বমূলক চিত্র

পূর্ব প্রকাশিতর পর

সোভিয়েত ইউনিয়ন ছিল একমাত্র দেশ যা ১৯৪০ সালে দক্ষিণ দব্রুজা নিয়ে বুলগেরিয়া ও রুমানিয়ার মধ্যে বিবাদ মীমাংসার সময় বুলগেরীয় জনগণের জাতীয় স্বার্থগুলো গভীরভাবে উপলব্ধি করেছিল। ১৯৪০ সালের ৭ সেপ্টেম্বর ক্রাইয়োভা শহরে স্বাক্ষরিত বুলগেরীয়-রুমানীয় চুক্তি অনুসারে দক্ষিণ দব্রুজা বুলগেরিয়াকে ফিরিয়ে দেওয়া হয়।

বলকান উপদ্বীপে যুদ্ধের প্রসার নিবারণের উদ্দেশ্যে সোভিয়েত ইউনিয়ন যুগোস্লাভিয়াকে বিপুল রাজনৈতিক ও নৈতিক সমর্থন জোগায়, আলবানীয় জনগণের প্রতিরক্ষায় উঠে দাঁড়ায়। সুইডেনের নিরপেক্ষতা রক্ষার প্রশ্নে সোভিয়েত সরকারের দৃঢ় মতাবস্থান। ১৯৪০ সালের বসন্তে ফ্যাসিস্ট জার্মানিকে ওই দেশটি অধিকার করা থেকে বিরত থাকতে বাধ্য করে। ১৯৪০ সালের ১৩ এপ্রিল জার্মান সরকারের উদ্দেশে প্রেরিত এক নোটে সোভিয়েত সরকার সুইডেনের নিরপেক্ষতা রক্ষার বাঞ্ছনীয়তার কথা বলেন। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রী গুন্টের সোভিয়েত রাষ্ট্রদূত আ. কলোন্তাইয়ের সঙ্গে এক আলাপের সময় বলেন যে সোভিয়েত ইউনিয়নের এই কাজটি সুইডিশ মন্ত্রিপরিষদের অবস্থান এবং নিরপেক্ষতা রক্ষার সুইডেনের ঐকান্তিক অভিপ্রায় সুদৃঢ় করবে।


আন্তর্জাতিক প্রলেতারীয় সংহতির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় সূচিত করে ১৯৩৬-১৯৩৯ সালে স্পেনিশ জনগণকে তার জাতীয়-বৈপ্লবিক যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন প্রদত্ত সহায়তা। আন্তর্জাতিক যোদ্ধা বাহিনীগুলোতে বীরত্বের সঙ্গে লড়েছিল প্রায় ৩ হাজার সোভিয়েত স্বেচ্ছাসেবক— সামরিক উপদেষ্টা, পদাতিক সৈনিক, ট্যাঙ্ক-যোদ্ধা, বৈমানিক। ফ্যাসিস্ট অভ্যুত্থানকারীদের ও জার্মান-ইতালীয় হস্তক্ষেপকারীদের সঙ্গে কঠোর লড়াইয়ে তারা অমর কীর্তির দ্বারা নিজেদের চিরস্মরণীয় করে রেখেছে। স্পেনের প্রজাতন্ত্রী বাহিনী পেত সোভিয়েত অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন ধরনের বৈষয়িক সহায়তা। জাতিপুঞ্জে এবং স্পেনের ব্যাপারাদিতে অহস্তক্ষেপের বিষয়ে ইউরোপীয় দেশসমূহের লন্ডনস্থ কমিটিতে সোভিয়েত ইউনিয়ন ধারাবাহিকভাবে স্পেনের জনগণের পক্ষ সমর্থন করে গেছে।

আন্তর্জাতিক প্রলেতারীয় সংহতির উজ্জ্বল অভিব্যক্তি ঘটে জাপানী আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামে মঙ্গোলিয়াকে সোভিয়েত ইউনিয়ন ও মঙ্গোলিয়া গণ-প্রজাতন্ত্র পারস্পরিক সহায়তার বিষয়ে একটি প্রটোকল স্বাক্ষর করে।

(ক্রমশ)