বিমা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার যুবক

প্রতীকী চিত্র।

বিমার টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মোহনপুর থানা এলাকার দেবপুকুর থেকে সঞ্জয়কুমার ধর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত অক্টোবর মাসে তিনি বেশ কয়েকটি ধাপে এক ব্যক্তির কাছ থেকে ৮৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। সেই টাকা সঞ্জয়ের অ্যাকাউন্টে ঢুকেছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি মামলায় তাঁর নাম জড়িয়েছে।

২০২৪ সালের অক্টোবর মাসে কোচবিহারের দিনহাটার বাসিন্দা মনিলকুমার রায়কে ‌১ কোটি ২৯ লক্ষ ৪৩ হাজার ৮৫০ টাকার বিমা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন সঞ্জয়কুমার ধর। মনিলকুমারের কাছ থেকে ৮৭ লক্ষ ৯৯ হাজার ১৮৪ টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

২০২২ সালে এক ব্যক্তির সাড়ে তিন লক্ষ টাকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল সঞ্জয়ের বিরুদ্ধে। সেই টাকাও ঢুকেছিল তাঁর অ্যাকাউন্টে। অভিযুক্তের গ্রেপ্তারির ঘটনাটি নিশ্চিত করেছেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি আরও জানিয়েছেন, এই চক্রটি কলকাতা থেকে পরিচালিত হত। এই চক্রের সঙ্গে সঞ্জয় ছাড়াও আরও কয়েকজন যুক্ত ছিলেন। তাঁরা প্রথমে টার্গেটদের ফোন করে বিমা ও ঋণ পরিষেবা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। প্রথমে পরিষেবা প্রদানের জন্য অল্প পরিমাণ টাকা চাওয়া হত। এরপর বিভিন্ন অজুহাত দেখিয়ে আরও টাকা দাবি করতেন প্রতারকরা।


নিজেদের টাকা আটকে আছে ভেবে প্রতারকদের কথা মেনে নিতেন ভুক্তভোগীরা। টাকা দেওয়ার পরে কোনও নথি দেওয়া হত না। দিনহাটার মনিলকুমারও সেই প্রতারণার ফাঁদেই পা দিয়েছিলেন। মনিলকুমারের টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনায় ধৃত ব্যক্তির অ্যাকাউন্টে প্রায় তিন কোটি টাকার হদিশ মিলেছে। সেগুলো বিভিন্ন প্রতারণার ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলেই পুলিশের ধারণা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।