মেয়ের সামনেই বাবাকে খুনের চেষ্টা, ধৃত যুবক

প্রতীকী ছবি

মেয়ের সামনেই তার বাবাকে খুনের চেষ্টা। আর এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানার বৈদ্যপুর রথতলা এলাকায়। দু’পক্ষের মধ্যে বচসা চলাকালীন ওই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি চারচাকা গাড়ির সঙ্গে বাইক আরোহীদের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর দু’পক্ষের বচসা শুরু হলে বাইক আরোহীদের মধ্যে একজন চারচাকা গাড়ির চালককে হঠাৎ ছুরি বের করে গলায় চালিয়ে দেয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই যুবকের নাম তাপস হেমব্রম। তাঁর বাড়ি সোমরা বাগগাছিয়া এলাকায়। পরিবারের লোকজনদের নিয়ে জামনা এলাকায় একটি আত্মীয় বাড়িতে যাবার পথে বৈদ্যপুর রথতলার কাছে আচমকাই বাইকের সঙ্গে তাঁদের চারচাকা গাড়ির প্রথমে ধাক্কা লাগে। এরপরই মদ্যপ ওই বাইক আরোহীদের সঙ্গে তাঁদের ঝামেলা সৃষ্টি হয়। এরপরে বাইক আরোহীদের একজন তাঁর মেয়ের সামনেই গলায় ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার চিৎকার চেঁচামেচি হলে এলাকাবাসীদের হাতে ধরা পড়ে যান অভিযুক্ত যুবক। তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনার পরে আক্রান্ত যুবক কালনা হাসপাতালে চিকিৎসাধীন।