মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে পরিচয়পত্র তৈরি যুবকের

নিসামনের বছর বিধানসভার ভোট। এই আবহে মৃত এক ব্যক্তিকে বাবা সাজিয়ে তাঁর নামে আধার কার্ড, ভোটার কার্ড এমনকি পাসপোর্ট বানিয়ে ফেলেছে ভারতে এসে থাকা এক বাংলাদেশি যুবক। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে গোটা দেশ জুড়ে। এরই মধ্যে উত্তর ২৪ পরগণার বাগদায় থাকা রকি মন্ডল নামের এক যুবক মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে তাঁর নামে একের পর এক নথি তৈরি করে ফেলায় চাপ বেড়েছে প্রশাসনের।

সূত্রের খবর, বাগদা থানার বয়রা গ্রাম পঞ্চায়েতের বিজেপির উদ্বাস্তু সেলের সভাপতি সন্তু মিস্ত্রি ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান, রকি মন্ডল নামের এক বাংলাদেশি যুবক বহুদিন ধরে রামনগরে এসে রয়েছেন এবং আয়েব মন্ডল নামের এক ব্যক্তিকে নিজের বাবা বলে দাবি করছেন। বাবার নাম করে আধার কার্ড, ভোটার কার্ডও তৈরি করে ফেলেছেন। এমনকি সরকারি নিয়ম মেনেই সমস্ত নথিপত্র জমা দিয়ে পাসপোর্টও বানিয়ে ফেলেছেন। কিন্তু আসল ঘটনা প্রকাশ্যে আসতেই চমকে গিয়েছেন সকলে। আয়েব মন্ডলের পুত্রবধূ আমেনা মন্ডল দাবি করেছেন, বহু আগেই মারা গিয়েছেন তাঁর শ্বশুরমশাই। রকি আগে শ্বশুরমশাইয়ের বেঁচে থাকাকালীন তাঁর সঙ্গে দেখা করতে আসতেন। কিন্তু তাঁকেই বাবা সাজিয়ে সরকারি নথি সংগ্রহ করছেন এই বিষয়টি কারও জানা ছিল না। রকির সঙ্গে আয়েব মন্ডলের পরিবারের ২০ বছর কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছেন পুত্রবধূ আমেনা।

অভিযোগকারী বিজেপির উদ্বাস্তু সেলের সভাপতি সন্তু মিস্ত্রি এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতাদের মদত রয়েছে বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, তৃণমূল নেতারা বাংলাদেশিদের থেকে মোটা টাকা নিয়ে পরিচয়পত্র তৈরি করতে সাহায্য করছেন। যদিও সেই অভিযোগ নাকচ করে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা পরিতোষ সাহা। তিনি স্পষ্ট জানান, কে ভোটার কার্ড বানাচ্ছেন সেটা দেখা তাঁদের দায়িত্ব নয়। সবকিছুতে রাজনৈতিক রং যোগ করা বিজেপিদের অভ্যেস। তবে যদি নথি বেআইনি হয় তাহলে প্রশাসন সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে। সূত্রের খবর, এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত রকি মন্ডল গা ঢাকা দিয়েছেন।