যৌন হেনস্থার শিকার সাত বছরের শিশু, গ্রেপ্তার পিসেমশাই

প্রতীকী ছবি

সাত বছরের একটি শিশুর সরল মন আজকের জটিল পৃথিবীর খারপ দিক বুঝতে পারে না। তারই সুযোগ নিয়ে দিনের পর দিন প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থা করা হয়েছে এক নাবালিকাকে। জানা গিয়েছে, তাকে আইসক্রিম কিনে দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। অভিযোগ, এই ঘটনায় কাটোয়া থানার পুলিশ এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে। এই প্রৌঢ় ওই নাবালিকার দূর সম্পর্কের পিসেমশাই হন।

সূত্র মারফত জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বাবা বাইরে কাজ করেন। বাড়িতে পরিবারের বাকিদের সঙ্গে সে থাকে। পাশের বাড়িতে দূরসম্পর্কের পিসেমশাই ভোম্বল মাজির বাড়িতে মাঝেমধ্যেই যাতায়াত করত ওই নাবালিকা। প্রৌঢ় পিসেমশাই নিজের ছেলের সঙ্গে সপরিবারে থাকেন। কিছুদিন আগে ছেলে তাঁর পরিবার নিয়ে বেড়াতে যায়। ফলে বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধ। অভিযোগ, এই সময় ওই বৃদ্ধ আইসক্রিম কিনে দেওয়ার লোভ দেখিয়ে দুপুরবেলা করে ডেকে নিয়ে যাচ্ছিলেন নাবালিকাটিকে। তিন দিনের মাথায় মেয়েটির পরিবারের লোকেরা লক্ষ্য করেন, প্রৌঢ়ের বাড়ি থেকে বেরনোর পরই তাঁদের মেয়ের আচরণের পরিবর্তন হচ্ছে।

মেয়েটির চোখে-মুখে ভয় দেখা যাচ্ছিল। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সবটা পরিবারের সবাইকে খুলে বলে। আইসক্রিম কিনে দেওয়ার লোভ দেখিয়ে তাকে বাড়িতে নিয়ে গিয়ে অত্যাচার করছিলেন ওই বৃদ্ধ। পাশাপাশি, ওই বৃদ্ধ পিসেমশাই নাবালিকাকে হুমকি দিয়েছিলেন, যদি এই ঘটনা সে কাউকে জানায় তাহলে তাঁকে মেরে বস্তায় ভরে ফেলে আসবে। তাই ভয়ে সে প্রথমে পরিবারকে কিছু জানায়নি। এরপর পরিবারের লোকেরা শিশুটিকে কাটোয়া হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।