কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে নারী ক্ষমতায়নের লক্ষ্যে কর্মশালা

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সেমিনার হলে নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে একটি আইনি সচেতনতা বিষয়ক কর্মশালা আয়োজন করে। এই অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনেক শিক্ষার্থীরা হয়রানির সমস্যার সংক্রান্ত নানা বিষয়ে উপস্থাপনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের অধ্যাপক সুজয়কুমার মণ্ডল।অধ্যাপক মণ্ডল নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির গুরুত্বের ওপর আলোকপাত করেন।

অধ্যাপক মণ্ডল বলেন, আইনি অধিকার নারীর ক্ষমতায়নের একটি মৌলিক অংশ। প্রত্যেক নারীকে তার অধিকার সম্পর্কে জানানো অত্যন্ত জরুরি, যাতে সে সমতা ও ন্যায়বিচারের সঙ্গে জীবনযাপন করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের আইন-নিয়ম জানা কেবলমাত্র প্রতিষ্ঠান কর্তৃপক্ষের জানার বিষয় নয়, বরং অনেক বেশি শিক্ষার্থীদের এবিষয়ে সচেতন হওয়া জরুরি। কেন না আজকে যে শিক্ষার্থী, আগামীদিনে তিনিই শিক্ষক বা কর্তৃপক্ষের বিশেষ একজন।


তিনি আরও বলেন, শিক্ষার মাধ্যমে নারীদের আইনি সুরক্ষা সম্পর্কিত ধারণা তৈরি করা সম্ভব। এই বিষয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্যও শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেন। এছাড়াও, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপিকা তপতি চক্রবর্তী, ফিনান্স অফিসার ড. মনোজিৎকুমার দাস এবং অ্যাকাডেমিক কোঅর্ডিনেটর ড. অনিরুদ্ধ সাহা।

উপাচার্য তপতি চক্রবর্তী তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে বলেন, নারী ক্ষমতায়ন কেবল শিক্ষা প্রদান নয়, বরং তাদের আইনি অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করাও গুরুত্বপূর্ণ। এই কর্মসূচি আমাদের সেই লক্ষ্য অর্জনের পথে একটি বড় পদক্ষেপ। তিনি আইনি সচেতনতা সামাজিক ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবেও তুলে ধরেন। এ