ইটের পাঁজা ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। আহত হয়েছেন আরও চার জন শ্রমিক। সোমবার ঘটনাটি ঘটেছে নিউটাউনের রাজারহাট থানা এলাকার নাঙ্গলপোতা এলাকায়।
মৃত শ্রমিকের নাম বিট্টু লিন্দা (১৯)। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। সোমবার নাঙ্গলপোতা এলাকায় ইটভাঁটার কাজ চলছিল। ইট তৈরির পর সেগুলি স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছিল। এক সময় ইটের পাঁজা উঁচু হয়ে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে তা ভেঙে পড়ে নিচে থাকা কয়েকজন শ্রমিকের উপরে। এর জেরে ইটভাঁটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণের চেষ্টায় ইট সরিয়ে শ্রমিকদের উদ্ধার করা হয়। আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে বিট্টু লিন্দা নামের ওই তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্য দুই জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজারহাট থানার পুলিশ। ইটভাঁটার মালিক ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ইটভাঁটায় সব নিয়ম মেনে কাজ চলত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।