আলিপুরদুয়ারে যৌনপল্লীতে গুলিবিদ্ধ হয়ে মহিলার মৃত্যু, জখম নাবালক

প্রতীকী চিত্র

আলিপুরদুয়ারে যৌনপল্লীতে শ্যুটআউট। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পাশে সমাজপাড়া এলাকায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। গুলিবিদ্ধ হয়েছে এক নাবালক। তাকে গুরুতর জখম অবস্থায় পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃত মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই শ্যুট আউটের ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, ওই মহিলা বিরোধী দলের কাউকে আশ্রয় দিতেই ক্ষেপে ওঠে ওই যুবক। মহিলাকে লক্ষ্য করে সটান গুলি চালিয়ে দেয় বলে সূত্রের দাবি। যদিও প্রকৃত কারণ জানার জন্য ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়ে মৃত মহিলা পেশায় একজন যৌনকর্মী। তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এক যুবক। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা তাকে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, আলিপুরদুয়ারের সমাজপাড়া এলাকা বরাবরই উত্তেজনাপ্রবণ। এলাকাটি সমাজবিরোধী অধ্যুষিত হওয়ায় নিয়মিত বিবাদ লেগেই থাকে। মঙ্গলবার সন্ধ্যায় এরকমই একটি ঘটনা ঘটে। আচমকা গুলির আওয়াজ পাওয়া যায়। এক মহিলা ও নাবালকের আত্মনাদও ভেসে আসে। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। তাঁরা এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন একজন মহিলা। গুলিবিদ্ধ এক নাবালকও। আততায়ী যুবক পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। গণধোলাইয়ের পর অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ।