MENU
  • দেশ
  • বিদেশ
  • বঙ্গ
  • বিনোদন
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • রসনা
  • বিচিত্রা
  • ePaper

দুর্ভোগ কমাতে ফেরিঘাটে ভেসেল পারাপার

SNS
December 08, 2024 03:54 pm

প্রতীকী ছবি

সকলের দুর্ভোগ কমাতে রবিবার থেকে পূর্ব বর্ধমানের কালনায় ভাগীরথী নদীর কালনা-শান্তিপুর ফেরিঘাটে ফের ভেসেল পারাপার শুরু হল। আবার ভেসেলে ভারী যানবাহন পারাপার শুরু হওয়াতে পণ্য পরিবহনে সংকট কেটে গেল। গত বৃহস্পতিবার রাতে কালনা ও নৃসিংহপুর ফেরি ঘাটের মধ্যে চলাচল কারি ভেসেল থেকে একটি ট্রাক নদীতে পড়ে যায়। সেই সঙ্গে এক ব্যক্তির মত্যুও হয়। তারপর বন্ধ হয়ে যায় ফেরিঘাটে ভেসেল সার্ভিস।

এর পর প্রশাসনের আলাপ আলোচনায় অবশেষে কালনা পুরসভার অধীন কালনা-শান্তিপুর ফেরিঘাটে লঞ্চে যাত্রী ও ভেসেলে ভারী যানবাহন পারাপার শুরু হয়। বৃহস্পতিবারের ঘটনার পর ভেসেলে ভারী যানবাহন পারাপার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছি। দিনভর আলাপ আলোচনার পর আবার ভারী যানবাহন পারাপার চালু হয়। কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল বলেন, ভেসেলে ভারী যানবাহন ছাড়া যাত্রী বাইক ও সাইকেল পারাপার নিষিদ্ধ। কিন্তু তা সত্ত্বেও অনেকে জোর করে ভেসেলে উঠে পড়ে। এবার তা কঠোরভাবে দেখার জন্য ফেরিঘাটের ইজারাদারকে বলা হয়েছে।


Categories: জেলা
Tags: Burdwan

Dainik Statesman

Copyright © 2019. thestatesman.com

Back to top