সাপের কামড়ে মৃত্যু হল দুই ব্যক্তির । প্রথম ঘটনায় পূর্ব বর্ধমানের গলসি থানার বাহিরঘন্ন্যা গ্রামে উঠানে শুয়ে থাকা অবস্থায় বিষধর সাপের কামড়ে মৃত্যু হয় এক বৃদ্ধার। মৃতের নাম সামসুরা সেখ (৬৮)। বাহিরঘন্ন্যা গ্রামে তাঁর বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে সকালে বাড়ির উঠানে শুয়ে থাকার সময় শাড়ির ভেতরে সাপ ঢুকে গিয়ে পায়ে কামড়ে ধরে থাকলে কোনরকমে ওই বৃদ্ধা সাপটিকে ধরে ছুঁড়ে ফেলেন। ঘটনার কথা তাঁর আত্মীয়রা জানতে পেরে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যান বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসক জানান বিষধর সাপে তাঁকে কামড়েছে, তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, চাষের কাজে মাঠে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক চাষীর। মৃতের নাম মহাদেব বাউরী (৫৭)। তাঁর বাড়ি বীরভূমের নানুর থানার বেলুটি গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সাতদিন আগে মাঠে চাষের কাজে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন তখনই তাঁর পায়ে বিষধর সাপে কামড়ায়। সাপে কাটার কথা জানতে পেরে পরিবারের লোকজন প্রথমে সিয়ান হাসপাতাল তাঁকে নিয়ে যান। সেখান থেকে রেফার করার পর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।