ভাইকে সাঁতার শেখাতে গিয়ে মৃত্যু দুই ভাইয়ের

প্রতীকী ছবি

ছোট ভাইকে সাঁতার শেখাতে গিয়ে জলে ভেসে মৃত্যু দুই ভাইয়ের। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুর-২ ব্লকের জোতঘনশ্যাম এলাকায়। ঘটনার ২৪ ঘণ্টা পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তল্লাশিতে দুই ভাইকে খাল থেকে উদ্ধার করা হয়। ঘটনায় শোকস্তব্ধ এলাকা। দুই ছেলের মৃত্যুতে মর্মাহত পরিবার।

শুক্রবার ১৪ বছরের সঞ্জু বেরা ও ৯ বছরের ভাই রঞ্জু বেরা দুপুরবেলায় বাড়ির পাশের খালে সাঁতার কাটতে নামে। বড় ভাই সঞ্জু সাঁতার শেখানোর চেষ্টা করছিল ছোট ভাইকে। গামছার একপ্রান্ত নিজের কোমরের সঙ্গে বেঁধে ও অপর প্রান্ত ভাইয়ের কোমরে বেঁধে সাঁতার শেখাচ্ছিল সঞ্জু। কোনওরকমে অসাবধানতায় খালের জলের স্রোতে ভেসে চলে যায় রঞ্জু। ভাইকে বাঁচাতে গিয়ে নিজেও ভেসে যায় বড় বাহি সঞ্জু।

ঘটনার খবর পুলিশকে দিতেই প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলা বাহিনী আসে। শুক্রবার রাতের মধ্যেও কোনও ভাবে খোঁজ মেলেনি দুই ভাইয়ের। এরপরে শনিবার বিপর্যয় মোকাবিলা বাহিনীর তল্লাশিতে দুই ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সাতপোতা এলাকার কাছে ওই খালেরই একটি অংশ থেকে হাতে গামছা বাঁধা অবস্থায় দুই ভাইয়ের নিথর দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে।