মালদহে গুলিবিদ্ধ হয়ে খুন তৃণমূল কর্মী, পরকীয়া নিয়ে বাড়ছে রহস্য!

প্রতিনিধিত্বমূলক চিত্র

মালদহে প্রেমিকার বাড়ির সামনেই গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। সাদ্দাম হোসেন নামে বছর ছাব্বিশের ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। সোমবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুরে এই ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, ওই যুবক স্থানীয় এক বিবাহিতা মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। তার জেরেই এই ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, সাদ্দাম হোসেন হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর এলাকার বাসিন্দা। তিনি ইসলামপুরে একটি ইটভাটায় কাজ করতেন। এলাকার তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন এই বিবাহিত যুবক। তা সত্ত্বেও তিনি খোকরা এলাকার এক বিবাহিতা তরুণীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন। ওই তরুণীর বাড়িতে তাঁর যাতায়াতের জন্য এলাকায় নানারকম কানাঘুষা শুরু হয়। সোমবার সকালে কাজে যাওয়ার আগে ওই তরুণীর সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন। সেখানেই এই ঘটনা ঘটে। তরুণীর বাড়ির সামনেই তাঁকে গুলি চালানো হয়। মাথার ডানদিকে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।