পরিবেশ রক্ষা করতে অরণ্য সপ্তাহে ১০০টি গাছ লাগালেন তৃণমূল নেতা

একটি গাছ। একটি প্রাণ। গাছ লাগান। প্রাণ বাঁচান। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষ ছেদন নয় বৃক্ষরোপণ একান্ত জরুরি। ১৪ জুলাই সপ্তাহব্যাপী শুরু হল অরণ্য সপ্তাহ। অরণ্য সপ্তাহ পালন উপলক্ষ্যে ১০০টি গাছ লাগালেন নদিয়ার কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান।

কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা কল্যাণী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বলরাম মাঝি নিজের ওয়ার্ডে লাগালেন গাছের চারা। শুধু নিজের ওয়ার্ড নয়, কল্যাণী শহরে ১০০ টি গাছ লাগালেন। এবং সেই গাছ বাঁচানোর দৃঢ় প্রতিজ্ঞ নিলেন।

কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি বলেন, অরণ্য সপ্তাহ উদযাপিত হল। এই অরণ্য সপ্তাহে কল্যাণীতে ১০০টি গাছ লাগানো হয়েছে। শুধু গাছ লাগানো নয়, সেই গাছকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হবে।