পূর্ব মেদিনীপুর ভগবানপুরে ফুটবল টুর্নামেন্ট চলাকালীন দুর্ঘটনা। আচমকা ঝড়ের তাণ্ডবে লাইট পোস্ট ভেঙে পড়ে। ভাঙা পোস্টে চাপা পড়েন অনেকে। আহত হয়েছেন প্রায় দশ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এমন কোনও আয়োজন হলে নিরাপত্তার দিকে আরও বেশি নজর দেওয়া হবে।
বৃহস্পতিবার সরবেড়িয়ার একটি মাঠে মিনি ফুটবল খেলার আয়োজন চলছিল। স্টেজের লাইট বসানোর জন্য অস্থায়ীভাবে লোহার পিলার খুঁটি হিসেবে বসানো হয়েছিল। অস্থায়ীভাবে স্টেজের লাইটের ব্যবস্থার জন্য এই লোহার রডের পিলারগুলি দাঁড় করানো হয়েছিল। ঝড়ের প্রবল হাওয়ায় নড়বড়ে এই পিলারগুলি লাইট-সহ আচমকা পড়ে যায়। তাতেই বিপত্তি ঘটে। আহত ১০ জনকে তড়িঘড়ি চণ্ডীপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজন বাদে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের বক্তব্য, ঝড় ওঠার সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ করে দেওয়া হয়। খেলা বন্ধের ঘোষণাও হয়ে যাওয়ার পর, সকলে ছুটতে শুরু করেন। আচমকা দমকা হাওয়ার জেরে ল্যাম্প পোস্টটি ভেঙে পড়ে।