বাম আমলে তৃণমূল কর্মী খুনে সিবিআই তদন্তের নির্দেশ

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রায় ১৫ বছর আগে বাম আমলে খুন হন তৃণমূল কর্মী রবীন ঘোষ। সেই খুনের মামলার তদন্তের দায়ভার দেওয়া হয়েছিল সিআইডির হাতে। তবে ওই তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ ছিল, মামলার তদন্তের কোনও অগ্রগতি নেই। সেই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল কর্মীর পরিবার। পরিবারের তরফে আবেদন মামলার তদন্তভার সিবিআইয়ের উপর দেওয়া হোক। সেই আবেদনের ভিত্তিতেই উচ্চ আদালত তৃণমূল কর্মী খুনের মামলার তদন্তভার দিল সিবিআইয়ের উপর।

২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি হুগলির জাঙ্গিপাড়ার প্রসাদপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের প্রতিনিধি নির্বাচন চলছিল। সেইসময় সিপিএম কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বাধে। অভিযোগ, এরপরেই তৃণমূল কর্মী রবীন ঘোষকে নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে খুন করেন জাঙ্গিপাড়া থানার তৎকালীন ওসি তাপসব্রতী চক্রবর্তী। এরপরেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর।

দীর্ঘদিন ধরে এই মামলার তদন্তভার ছিল সিআইডির উপরে। তবে মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, এতদিন ধরে সিআইডির তদন্তে মামলার নিষ্পত্তি তো দূর, মামলার কোনও অগ্রগতিই হয়নি। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল কর্মীর পরিবার। আর এই মামলাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে দেওয়ার দাবি জানানো হয়। বৃহস্পতিবার মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠলে বিচারপতি পরিবারের আবেদনের ভিত্তিতে পুরো মামলাটির তদন্তভার দেয় সিবিআইয়ের উপর। আদালতের এই নির্দেশে পরিবারের তরফে মামলার অগ্রগতির আশা করা হচ্ছে।