শ্মশান থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা

প্রতীকী ছবি

দাহ করতে যাবার আগে শ্মশান থেকে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের মেমারি থানার মাঝেরপাড়া গ্রামে। জানা গিয়েছে, মাঝেরপাড়া গ্রামের এক গৃহবধূ প্রতিমা ক্ষেত্রপালের মৃত্যুর পর পাড়া প্রতিবেশীরা শ্মশানে ওই মৃতদেহ দাহ করতে গিয়েছিলেন। কিন্তু একবারে শেষ মুহূর্তে মেমারি থানার পুলিশ এসে পৌঁছয় চাপড়াদিঘি শ্মশানে। পুলিশের কাছে এলাকার লোকজন ডেথ সার্টিফিকেট দেখাতে পারেননি।

তার পরেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যেতে চাইলে শ্মশানযাত্রীরা বাধা দেন। মৃতার স্বামী তপন ক্ষেত্রপাল-সহ অন্যান্যরা দাবি করেন হৃদরোগে গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। তবে পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতেই তারা এসেছে। গ্রামবাসীদের জানানো হয়, মৃত গৃহবধূর কাকা অভিযোগ জানিয়েছেন থানায়। দীর্ঘক্ষণ পরে অবশ্য পুলিশ মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।