ভুল চিকিৎসার জেরে রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি এলাকার একটি বেসরকারি নার্সিংহোম। মৃত রোগীর পরিবারের তরফে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। মৃতের নাম সুজিত মাহাতো (৪২)। তাঁর গলায় টিউমার ধরা পড়ায় মঙ্গলবার তাঁকে বংশীহারির ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে তাঁর অস্ত্রোপচারের নির্ধারিত সময় ছিল। সেইমতো তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।
তবে অস্ত্রোপচারের এক ঘণ্টার মধ্যেই নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারকে জানান, সুজিতের শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তাঁকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হচ্ছে। মালদহে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সেই মৃত্যু হয় তাঁর। এরপরই উত্তেজনা ছড়ায়। রাতেই মৃতদেহ নিয়ে নার্সিংহোমের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। অ্যাম্বুল্যান্সের ভিতরেই মৃতদেহ রেখে ঘণ্টাখানেক ধরে চলে বিক্ষোভ। অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করলেও নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারের কারও সঙ্গে কথা বলেননি।
খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মৃতের পরিবারের অভিযোগ, ভুল ইঞ্জেকশন এবং অস্ত্রোপচারের প্রস্তুতিতে চিকিৎসকদের গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে সুজিতের। তাঁরা নার্সিংহোমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হবে।
পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগ পেলে তদন্ত শুরু হবে। এদিকে, নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, এই প্রসঙ্গে কোনও মন্তব্য মেলেনি। এই ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই নার্সিংহোমের চিকিৎসার মান নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। এই ঘটনায় প্রশাসনের তরফে দ্রুত তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন সকলে।