কিশোরীকে যৌন নির্যাতন, গ্রেপ্তার

প্রতীকী ছবি

মুখে অ্যাসিড ছুড়ে মারার হুমকি দিয়ে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পাশাপাশি, কিশোরীর গোপন ছবি–ভিডিও দেখিয়েও ব্ল্যাকমেল করা হত। সেগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হত। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক নবম শ্রেণির ছাত্রীকে প্রায়ই রাস্তায় উত্ত্যক্ত করতেন অভিযুক্ত ওই যুবক। এরপর তাকে ও তার বাবা–মা’কে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন অভিযুক্ত। সেই সময়কার ছবি ও ভিডিও তুলে রেখে পরে ব্ল্যাকমেল করতেন অভিযুক্ত। সেই সব ছবি, ভিডিওকে হাতিয়ার করে দিনের পর দিন কিশোরীর উপর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি কিশোরীর সেই গোপন ছবি–ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন অভিযুক্ত। এরপর বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই কিশোরী। সমস্ত কিছু শুনে বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। বৃহস্পতিবারই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।