আলিপুরদুয়ারের ডুয়ার্সে বন্ধ হয়ে গিয়েছে জয়বীরপাড়া চা বাগান। এই বাগানে মোট ৬৩৬ জন শ্রমিক চা পাতা তোলার কাজ করেন। চা বাগান বন্ধ হওয়ায় কাজ হারিয়েছেন সবাই। সোমবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু এ দিন সকালে এসে তাঁরা দেখেন, বাগানের দরজা বন্ধ। বাইরে লকআউটের নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
ডুয়ার্সের জয়বীরপাড়া চা বাগান এলাকায় বেশ পরিচিত। এই চা বাগানে বহু শ্রমিক কাজ করেন। রাতারাতি কাজ হারিয়ে মাথায় হাত দিয়েছেন তাঁরা। সংসার কীভাবে চলবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে শ্রমিকদের মধ্যে। বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শ্রমিকরা জানিয়েছেন, তাঁদের কোনও সুযোগ-সুবিধা দেওয়া হত না। শুধুমাত্র বেতন দেওয়া হত। সোমবার বেতন দেওয়ার দিনই বাগান বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এর জেরে চিন্তায় ঘুম উড়েছে চা বাগানের শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের।
বাগান বন্ধের খবর শুনে ঘটনাস্থালে গিয়েছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। শ্রমিকদের সঙ্গে কথা বলার পর সাংসদ জানিয়েছেন, একের পর এক চা বাগান বন্ধ হচ্ছে। এর প্রতিবাদে বিজেপির শ্রমিক সংগঠন বিটিডাব্লুইউ বৃহত্তর আন্দোলন করবে। চা বাগান বন্ধের বিষয়ে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতা উত্তম সাহা জানিয়েছেন, সোমবার বাগানের সমস্যা নিয়ে শ্রম দপ্তর বৈঠক ডেকেছিল। কিন্ত বৈঠকের আগেই কর্তৃপক্ষ বাগান বন্ধ করে চলে যায়।