চার জেলার শিল্পোন্নয়নে হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা

নিজস্ব চিত্র

পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া— এই চার জেলার ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতেই নয়, সমাধানের রূপরেখা তৈরি ও নতুন শিল্প আনার লক্ষ্যে শুক্রবার দুপুরে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল বহুল প্রত্যাশিত সিনার্জি সম্মেলন। শিল্পমুখী এই বৈঠকে উপস্থিত ছিলেন ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু-সহ চার জেলার জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি ও প্রশাসনিক কর্তারা।

রাজ্যের পশ্চিমাঞ্চলে শিল্পভিত্তিক পরিকাঠামো গড়ে তুলতে একাধিক প্রকল্পের কথা এদিন তুলে ধরেন দপ্তরের কর্তারা। পশ্চিম বর্ধমানে আসানসোল–দুর্গাপুর শিল্পাঞ্চলে কয়েকটি নতুন শিল্পতালুক গড়ে তোলা হচ্ছে। পানাগড়, অন্ডাল ও আসানসোল মিলিয়ে মোট প্রায় ৩৫০ কোটি টাকার বিনিয়োগ ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।

তিনটি জেলা—পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানকে কেন্দ্র করে শালপাতার ক্লাস্টার, হস্তশিল্প ইউনিট এবং ক্ষুদ্র–মাঝারি শিল্প গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করা হয়। পুরুলিয়ায় ৯০ কোটি, বাঁকুড়ায় ৪৫৯০ কোটি এবং পূর্ব বর্ধমানে ৫৯০ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি এদিনের সম্মেলনে দেওয়া হয়েছে।


শিল্পোন্নয়নের পাশাপাশি উদ্যোক্তাদের আর্থিক সুযোগসুবিধা নিশ্চিত করতেও গুরুত্ব দেওয়া হয়। সম্মেলন মঞ্চেই কয়েকজন উদ্যোগপতির হাতে ঋণপত্র তুলে দেওয়া হয়, যাতে তাঁরা দ্রুত নিজেদের শিল্প প্রক্রিয়া সম্প্রসারণ বা নতুন শিল্প শুরু করতে পারেন।