চলন্ত বাসে ছাত্রীর শ্লীলতাহানি

প্রতীকী ছবি

ফের শ্লীলতাহানির খবর মিলেছে বাঁকুড়ায়। চলন্ত বাসে এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছিল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর ট্রাফিক মোড় এলাকায়। সূত্রের খবর, বাঁকুড়া থেকে একটি বাসে করে টিউশন পড়তে যাচ্ছিলেন অষ্টম শ্রেণীর এক যাত্রী। টাটাগামী বাসটিতে বেশ অনেক যাত্রী ছিল।

অভিযোগ, তাঁদের মধ্যে এক যুবক সহযাত্রী ওই ছাত্রীটিকে নানা ভাবে স্পর্শ করে এবং শ্লীলতাহানি করে। কি করবে বুঝতে না পেরে অসহায়ভাবে ছাত্রীটি বাস থেকে কাঁদতে কাঁদতে নেমে যায়। ছোট মেয়েকে কাঁদতে দেখে অন্যান্য যাত্রীদের সন্দেহ হয়েছিল। তাঁরা তৎক্ষণাৎ মেয়েটির থেকে কারণ জানতে চায়। তারপরই তাঁদের সামনে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে ও যুবকটির সমস্ত কীর্তিকলাপ খুলে বলে। সব শুনে উত্তেজিত যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছিল।

বাসটিকে তৎক্ষণাৎ থামানো হয়। স্থানীয় বাসিন্দারাও বাসের সামনে বিক্ষোভ শুরু করে। এরপর অভিযুক্ত যুবককে বাস থেকে নামিয়ে মারধর করা হয়েছিল। ঘটনার খবর পেয়ে রাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে আটক করে।