শুক্রবার সকালে সবং-এর দশগ্রাম হাইস্কুলের একটি শ্রেণীকক্ষ থেকে দশম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিনন্দন সামন্ত নামে এই ছাত্রটি সবং-এর বিষ্ণুপুরের বাসিন্দা। তাঁর বয়স মাত্র ষোলো বছর। সে দীর্ঘদিন ধরেই স্কুলের বোর্ডিংয়ে থাকত।
স্কুল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পড়াশোনা ও খাওয়াদাওয়া সেরে অভিনন্দন বোর্ডিংয়ে নিজের ঘরে শুতে যায়। অন্যান্য দিনের মতোই সব কিছু স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন শিক্ষকরা। কিন্তু শুক্রবার সকালে স্কুল ড্রেস পরা অবস্থায় শ্রেণীকক্ষ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ছাত্ররাই প্রথম তাকে ওই অবস্থায় দেখে খবর দেয় কর্তৃপক্ষকে। মুহূর্তেই স্কুল প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্কুলের প্রধান শিক্ষক যুগল প্রধান বলেন, ‘অভিনন্দন সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছিল। প্রথম থেকেই বোর্ডিংয়ে থাকত। পড়াশোনায় মনোযোগী এবং মেধাবী ছাত্র ছিল। আচমকা কেন এমন সিদ্ধান্ত নিল, তা আমাদের কাছে পরিষ্কার নয়।’ তিনি আরও জানান, আগের রাতেও তার মধ্যে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।
মৃত ছাত্রের এক আত্মীয়ের কথায়, ‘স্কুলের ড্রেস পরে কেন এমন করল, সেটা আমরা ভাবতেই পারছি না। বোর্ডিং থেকে কখন বেরিয়ে গেল, সেটা দেখার মতো নজরদারি থাকা উচিত ছিল।’
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কী কারণে অভিনন্দনের মৃত্যু হয়েছে, তা জানতে বোর্ডিংয়ের অন্যান্য ছাত্রদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবার ও স্থানীয়রা দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন।