শান্তিপুরে অভিমানে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির পড়ুয়া

প্রতীকী চিত্র

শারদীয়া উৎসবের আনন্দের মাঝেই নেমে এল শোকের ছায়া। পরিবারের বকাবকিতে অভিমানে আত্মঘাতী হল ষষ্ঠ শ্রেণির ছাত্রী শুভমিতা মল্লিক (১৩)। শুক্রবার গভীর রাতে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া সবুজপল্লি এলাকা থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই মামার বাড়িতেই বড় হচ্ছিল শুভমিতা। মা-বাবার বিচ্ছেদের পর মামার বাড়ির সদস্যরাই ছিল তার ভরসা। শুক্রবার সন্ধ্যায় পুজোর আগে সাজগোজ করতে পাশের একটি বিউটি পার্লারে গিয়েছিল সে। ফেরার সময় দেরি হওয়ায় বাড়িতে ফিরেই পরিবারের সদস্যদের কাছে বকাবকি শুনতে হয় তাকে। অভিযোগ, সেই অভিমানে রাতেই নিজের জীবনের ইতি টানে ওই কিশোরী।

পরিবারের দাবি, রাতে ঘুমাতে যাওয়ার পর সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পাশের একটি আমগাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পান প্রতিবেশীরা। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


হঠাৎ এই মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার। উৎসবের মরশুমে এই ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-প্রতিবেশীদের কারও কারও দাবি, সামান্য বকাবকিতে কিশোরীর এমন সিদ্ধান্তে হতবাক হয়ে গিয়েছেন তাঁরা।

এদিকে, শান্তিপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে কিশোরী আত্মঘাতী হল, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।