এক মিনিটের সাইক্লোন, লণ্ডভণ্ড নদিয়ার হরিণঘাটার একাধিক গ্রাম

প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হল নদিয়ার হরিণঘাটা ব্লকের অন্তর্গত বিরহী-২ গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকার একাধিক গ্রাম। ব্যাপক ক্ষতিগ্রস্ত ১৭টি বাড়ি। ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থা হরিণঘাটা ব্লক প্রশাসনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ১ মিনিটের সাইক্লোনে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আচমকা শুরু হওয়া প্রবল বেগের হাওয়া। এই ঝড়ে গ্রামের জনজীবন কার্যত থমকে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ে নারায়ণপুর এলাকার অন্তত ১৭ টি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কমবেশি সব মিলিয়ে প্রায় ৩০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঁচা ও টিনের ছাউনি দেওয়া বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। বহু বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়ে পড়েছে কয়েক হাত দূরে। হঠাৎ করে ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায় এদিন। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ঝড়ের সময় এতটাই শব্দ হচ্ছিল যে অনেকেই ভয় পেয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

চাষবাসেও এই ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। বহু ধান, সবজি ও অন্যান্য শাক-সবজিরও ক্ষতি হয়েছে। কলাচাষ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু কলাগাছ ঝড়ের দাপটে মাটিতে লুটিয়ে পড়েছে। একইসঙ্গে বহু বাড়ির চারপাশে থাকা ইটের ও কাঁটাতারের পাঁচিলও ভেঙে পড়েছে।


স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি দল পাঠানো হয়েছে। হরিণঘাটা ব্লকের ব্লক আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের আশ্রয় ও ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১৭ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্লক প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত আর্থিক সাহায্য ও পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে।