ছাত্রীদের ‘অশ্লীল মেসেজ’ পাঠিয়ে ক্যানিংয়ের স্কুলের প্রিন্সিপাল গ্রেপ্তার

প্রতীকী চিত্র

ছাত্রীদের অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের একটি নামকরা ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপালকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তদন্তের স্বার্থে তাঁর মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়।

ঘটনার সূত্রপাত এক ছাত্রীর অভিভাবকের অভিযোগ থেকে। অভিযোগ, স্কুলের প্রিন্সিপাল তাঁর মেয়েকে নিয়মিত সময়-অসময়ে বার্তা পাঠাতেন, যেগুলির ভাষা ছিল অশালীন ও ইঙ্গিতপূর্ণ। ওই অভিভাবকের বক্তব্য, ‘অনেক দিন ধরেই মেয়েকে অশালীন মেসেজ পাঠাচ্ছিলেন প্রিন্সিপাল। মেয়ের বোর্ড পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। এখন আর চুপ করে থাকার সময় নয়, তাই থানায় অভিযোগ করেছি।’

এর পর একে একে আরও কয়েকজন অভিভাবক ও অভিভাবিকা পুলিশের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ, শুধুমাত্র ছাত্রীরাই নন, কয়েকজন অভিভাবিকাকেও অভিযুক্ত প্রিন্সিপাল অশালীন বার্তা পাঠিয়েছেন। এমনকি, স্কুলে পড়াশোনার সময়ও প্রিন্সিপালের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক ছাত্রী।


স্কুল থেকে অভিযুক্তকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় তিনি কোনও মন্তব্য করতে চাননি। এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানিয়েছেন, ‘একটার পর একটা অভিযোগ উঠছে কিছু তো একটা ঘটছেই। পুলিশ তদন্ত করছে, দোষী প্রমাণ হলে কড়া শাস্তি হওয়া উচিত।’

এই ঘটনা সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবক মহলে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে উপযুক্ত আইনি পদক্ষেপ করা হবে।