রেল পুলিশের তৎপরতায় উদ্ধার ৩ লক্ষ জাল নোট, গ্রেপ্তার ২

বিপুল পরিমাণে জাল নোট পাচার হওয়া থেকে রুখল রেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযানে নামে রেল পুলিশের বাহিনী। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কা স্টেশন থেকে এই জাল নোট উদ্ধার করেছে পুলিশ। জাল নোট পাচার চক্রে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ জাল নোট দিল্লিতে পাচার করছিল পাচারকারীরা। প্রায় ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। কী কারণে এই বিপুল পরিমাণ জাল নোট দিল্লিতে পাচার করা হচ্ছিল, এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নিউ ফারাক্কা রেল স্টেশন থেকে জাল নোট পাচার হতে পারে বলে খবর পান তাঁরা। এরপর ফারাক্কা জিআরপির আধিকারিক চিত্তরঞ্জন রজকের নেতৃত্বে জিআরপি আধিকারিকরা ফারাক্কা রেল স্টেশনে টহল দিতে থাকেন। সেসময় ফারাক্কার ১ নম্বর প্ল্যাটফর্মে দুজন যুবককে দেখে সন্দেহ হয় তাঁদের। এরপরে যুবকদের জিজ্ঞাসাবাদ করলে তাঁদের কথায় সন্দেহ হয়।


তাঁদের তল্লাশি করতেই উদ্ধার দুই ব্যাগ ভর্তি জাল নোট। দুজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, সুজিত দাস ও রবিউল শেখ নামের দুজন যুবক মালদহের বাসিন্দা। তাঁরা এই জাল নোট দিল্লিতে পাচার করছিলেন। শুক্রবার অভিযুক্ত ২ যুবককে আদালতে তোলা হলে তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।