রিজেন্ট পার্ক এলাকায় প্রোমোটারের দাদাগিরির অভিযোগ। নির্মীয়মান ফ্ল্যাটে বল ঢুকে যাওয়ায় দুই যুবককে বাঁশপেটা করার অভিযোগ ওঠে ওই প্রোমোটারের বিরুদ্ধে। অভিযুক্ত প্রোমোটারের নাম প্রাণতোষ সাহা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঠে খেলতে গিয়ে বল চলে যায় ওই প্রোমোটারের ফ্ল্যাটে। পরে সেই বল আনতে গেলে ওই প্রোমোটার কিশোরদের বাঁশ দিয়ে মারধর করেন বলে অভিযোগ। গুরুতর জখম দুই কিশোর। এক জনের হাত ও একজনের পা ভেঙে গিয়েছে বলে অভিযোগ। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরেই অভিযুক্ত প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় রিজেন্ট পার্ক থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও কাউন্সিলরের হস্তক্ষেপে আপাতত প্রোমোটারের নির্মীয়মান ফ্ল্যাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত যুবকের জ্যেঠিমা জানান, উনি মদ্যপ অবস্থায় আমাদের ছেলেকে মেরেছেন। প্রোমোটারেরও তো দুটো সন্তান রয়েছে, যাঁর ঘরে বাচ্চা রয়েছে, তিনি কীভাবে এমনভাবে মারতে পারেন!”