কালীপুজোর আগে বসেছিল জুয়ার আসর। সেই আসরে আচমকা হানা নদিয়ার কল্যাণী থানার পুলিশের। গ্রেপ্তার ৩১ জন। উদ্ধার প্রায় ৪৫ হাজার টাকা। পুলিশ সূত্রে খবর, কল্যাণী থানার অন্তর্গত খেজুরতলা, সীমান্ত কলাবাগান ও সগুনা সুভাষ নগর এলাকায় হানা দেয় কল্যাণী থানার পুলিশ। ৩ টি পৃথক জায়গায় হানা দিয়ে এই সাফল্য মেলে।
পুলিশ সূত্রে আরও খবর, কালীপুজোর আগে এই অবৈধ জুয়ার আসর বসেছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয়। ৩টি পৃথক জায়গার জুয়ার আসর থেকে মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা।