৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ

ফের পুলিশের বড় সাফল্য। ৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন মহিলা ও ৪ জন পুরুষ রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম, মণিরুল সিদ্দিকী শেখ, শেখ আখতার, ইসমাইল শেখ, মহম্মদ সাহেব আলী মণ্ডল, হীরা বেগম, সীমা বেগম ও আমিয়া খাতুন। ধৃতরা বাংলাদেশের কুষ্টিয়া, খুলনা, যশোর, কক্সবাজার জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে আরও খবর, ধৃতরা কয়েক বছর আগে উত্তর ২৪ পরগনার বর্ডার থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর তাঁরা মুম্বই, দিল্লি,গুজরাটের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছেন। শুক্রবার তাঁরা হাঁসখালি থানা এলাকার এক ভারতীয় দালালের সহযোগিতায় বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করে। তখনই হাঁসখালি থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়।