দৌলতাবাদে অভিনব কায়দায় ফেনসিডিল পাচার চক্র ফাঁস, গ্রেপ্তার ৫

নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার পুলিশ অভিনব কায়দায় ফেনসিডিল পাচার চক্র ধরল। বুধবার দুপুরে দুটি চারচাকা গাড়ি থেকে মোট ৬৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের নাম এখনও গোপন রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের বাড়ি রানীনগর, সাগরপাড়া ও ডোমকল থানার বিভিন্ন এলাকায়।

পুলিশের গোপন সূত্রে খবর পাওয়ার পর ডিএসপি বহরমপুর সদর তমাল কুমার বিশ্বাস, বহরমপুর সার্কেল ইন্সপেক্টর প্রসেনজিৎ দত্ত ও দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষের নেতৃত্বে অভিযান চালানো হয়। খবর পাওয়া যায়, বহরমপুর থেকে ইসলামপুরের দিকে দুটি সন্দেহজনক গাড়ি যাচ্ছিল। পুলিশ পূর্বপ্রস্তুতি নিয়ে রাজ্যসড়কের নয় মাইল এলাকায় ওঁৎ পেতে ছিল।

দুপুর প্রায় ১২টার সময় গাড়িগুলি পৌঁছতেই পুলিশ তাদের আটক করে। তল্লাশির সময় দেখা যায়, গাড়ির চারপাশের ফাঁকা জায়গায় বিশেষ চেম্বার তৈরি করে মাদক দ্রব্যের বোতল লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ স্ক্রু ড্রাইভার ব্যবহার করে গাড়ির চারপাশ থেকে একে একে ৬৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত সব বোতল সিলমোহর করে থানায় আনা হয়।


ডেপুটি সুপারিনটেনডেন্ট তমাল কুমার বিশ্বাস জানান, ‘গোপন সূত্রে খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের তৎপরতার ফলেই এই মাদক পাচার চক্র ভেঙে দেওয়া সম্ভব হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হবে। তদন্তে দেখা হচ্ছে, এর পেছনে আর কেউ জড়িত আছে কিনা।’