রবিবার ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশন নদিয়া শাখার নতুন কমিটি গঠন হল। বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশন নদিয়া শাখার সদস্যরা বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকেন। এদিন নদিয়ার বীরনগরে এই সংগঠনের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সদস্যদের নিয়ে হয় বৈঠক। সেই বৈঠকের পর গঠিত হয় নতুন কমিটি।
ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশন নদিয়া শাখার সভাপতি হলেন সফিকুল ইসলাম, সহ-সভাপতি হলেন মৃন্ময় লাহিড়ী ও মেঘছায়া সরকার। সম্পাদক হলেন সুখেন্দু আচার্য, সহ-সম্পাদক হলেন রূপম রায়।
কমিটি গঠনের পাশাপাশি এদিন বেশ কয়েকজন নতুন সদস্য ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশন নদিয়া শাখার সঙ্গে যুক্ত হন। এছাড়াও আগামীদিনের বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয় এদিনের বৈঠকে।