ভবঘুরের কাছ থেকে উদ্ধার প্রায় ২৫০ ভোটার কার্ড

এক ভবঘুরের কাছ থেকে উদ্ধার প্রায় ২৫০ ভোটার কার্ড। আটক করা হয়েছে তাঁকে। নদিয়ার কল্যাণী থানার মাঝেরচর এলাকার নিউ সুভাষ ক্লাবের সামনের ঘটনা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার এক ভবঘুরে হাতে ভোটার কার্ড নিয়ে ঘুরছিলেন। সেই সময় স্থানীয়রা ওই ভবঘুরেকে আটকায়। তাঁকে তাঁর নাম, ঠিকানা জিজ্ঞাসা করা হয়, কোথা থেকে এত ভোটার কার্ড পেলেন, তাও জানার চেষ্টা করা হয়। তবে কোনও কিছুই তিনি ঠিকভাবে বলতে পারেননি। এরপর কল্যাণী থানায় খবর দেওয়া হলে পুলিশ ওই ভবঘুরেকে আটক করে।

পুলিশ সূত্রে আরো খবর, ভোটার কার্ড পাওয়া গিয়েছে প্রায় ২৫০ টি। বেশিরভাগই কল্যাণীর। কয়েকটি কৃষ্ণনগরের রয়েছে। সবকটি ভোটার কার্ড বাতিল হয়ে গিয়েছে। তবু তদন্ত করে দেখা হচ্ছে কোথা থেকে ভবঘুরে এত কার্ড পেল। স্থানীয়রা জানান, এক ভবঘুরে হাতে ও ব্যাগে ভোটার কার্ড নিয়ে ঘুরছিলেন। তখন তাঁকে আটকে রাখা হয়। পুলিশে খবর দিলে পুলিশ এসে ভবঘুরেকে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তি ভবঘুরে। বাড়ি, নাম কিছুই ঠিকঠাক বলতে পারছে না। তদন্ত করে দেখা হচ্ছে।