সম কাজে সম বেতন সহ একাধিক দাবিতে কর্মবিরতি নদিয়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রে

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ফাইল চিত্র।

ন্যাশনাল ফোরাম অফ কেভিকে অ্যান্ড ডিআইসি অ্যাডমিটের ডাকে এবং ওয়েস্ট বেঙ্গল কেভিকে এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের সমর্থনে বৃহস্পতিবার দেশজুড়ে কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে।
নদিয়ার গয়েশপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ কেন্দ্রের সকল কৃষি বিশেষজ্ঞ ও কর্মচারীরা এক হয়ে কর্মবিরতি পালন করেন।
ওয়েস্ট বেঙ্গল কেভিকে এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর কৌশিক মুখোপাধ্যায় বলেন, এক কেভিকে এক পলিসি গোটা দেশজুড়ে চালু করতে হবে। এই দাবিতে কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে। কয়েক মাস ধরেই বিভিন্ন কর্মচারীদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ভাতা চালু করতে হবে।
এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন কর্মচারীরা।