অফিসে বিরিয়ানি খেয়ে মৃত মুহুরি, চাঞ্চল্য বিএলআরও অফিসে

পুজোর আনন্দে মেতে উঠেছে সকলেই। ছুটির আগে বিভিন্ন অফিস এবং সংস্থায় খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গিয়েছে। সেরকমই এক আয়োজনে অফিসে বিরিয়ানি খেয়ে মৃত্যু হয়েছে এক মুহুরির। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্বস্থলী ১ বিএলআরও অফিসে। কেবল মৃত্যু নয়, খাবার খেয়ে কুন্তল মাঝি নামক অফিসের আরও একজন কর্মীও অসুস্থ হয়ে পড়েছেন। বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছে।

সূত্রের খবর, মৃতের নাম সুমন্ত মল্লিক। অফিসে বিরিয়ানি খাওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। আর তারপরই তাঁর মৃত্যু হয়। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে তাঁকে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগের পর তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, পুজোর ছুটি পড়ে যাওয়ার আনন্দে অফিসে খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন করা হয়েছিল। এই আয়োজনে অংশ নেন অফিসের সকল স্টাফ এবং কর্মচারীরা। স্থানীয় একটি দোকান থেকে খাবার আনা হয়। সেই বিরিয়ানি খেয়েই অসুস্থ হয়ে পড়েন মুহুরি সুমন্ত মল্লিক এবং রেভিনিউ অফিসার কুন্তল মাঝি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুমন্ত মল্লিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃতের স্ত্রীর দাবি, ইচ্ছাকৃতভাবে বিষ খাইয়ে তাঁর স্বামীকে খুন করা হয়েছে। এই ঘটনায় ব্লক অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে টা খতিয়ে দেখছে পুলিশ।