উমার আগমনীতেই ঘরে ফিরল মা

মা দুর্গার আগমনীতেই মা ফিরল ঘরে। ঠিক যেন গল্পের মতো। টানা ১০ বছর ধরে নিখোঁজ ছিলেন মা। এই দশটা বছর মাকে ছাড়াই পুজো কাটিয়েছেন ছেলে। অবশেষে এ বছর পুজোয় সন্তান ও পরিবারের কাছে ফিরে এলেন মা। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ফের এক হল গোটা পরিবার।

জেলা পুলিশ সূত্রে খবর, ২০১৪ সালের ২০ এপ্রিল নিখোঁজ হয়ে গিয়েছিলেন সুনীতা সিং। মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি। সেই অবস্থাতেই ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কাতরাস থানার অন্তর্গত মালকেরা গ্রাম থেকে নিখোঁজ হয়ে যান সুনীতা সিং। বছরের পর বছর ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তাঁর খোঁজ পায়নি পরিবার। এরপর দীর্ঘ ১০ বছরের অপেক্ষা। এ বছর যখন গোটা রাজ্য ব্যস্ত মায়ের বোধনে, ঠিক তখনই মাকে কাছে ফিরে পেলেন ছেলে।

পরিবার খবর পায়, বর্ধমান মেডিকেল কলেজে ও হাসপাতালের মানসিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন সুনীতা সিং। কিন্তু মাকে ফিরিয়ে আনতে গিয়ে ছেলে বুঝতে পারেন, বিষয়টি অত্যন্ত সময়সাপেক্ষ। উৎসবের দিনগুলিতে কোনওভাবেই মাকে বাড়ি ফিরিয়ে আনা সম্ভব নয়। বিষয়টি বর্ধমান জেলা পুলিশের নজরে আসতেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাসের নেতৃত্বে জেলা পুলিশের সমস্ত আধিকারিক, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সদর উত্তর, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কাটোয়ার একটি দল কাটোয়া এবং কাটোয়ার একটি হোমের সঙ্গে দ্রুত যোগাযোগ করে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ছেলের কাছে মাকে ফিরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ।


বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক বিভাগ  থেকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ঘরে ফেরেন সুনীতা সিং। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত সরকারি নিয়ম মেনেই তাঁকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। এই মানবিক কাজের জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুনীতা সিংয়ের পুত্র ও পরিবারের সদস্যরা।