প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে কন্যাসন্তানকে খুন মায়ের

মায়ের বিরুদ্ধেই উঠল সন্তানকে খুনের অভিযোগ। মায়ের প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে পথের কাঁটা দু’বছরের শিশুকন্যাকে সরিয়ে দিল মা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদিয়ার পলাশিপাড়া থানার ধাওয়াপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, ধাওয়াপাড়া গ্রামের বাসিন্দা রাহুল শেখের সঙ্গে বিয়ে হয় দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার উত্তর কুসুম দক্ষিণ পাড়ার গৃহবধূ মীনা খাতুনের। এর আগে তিনটি বিয়ে হয়েছিল রাহুলের। সূত্রের খবর, তার একাধিক সন্তান রয়েছে। অভিযোগ, প্রথম ও তৃতীয় স্ত্রী এবং তাদের সন্তানদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রাহুল। দ্বিতীয় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে সংসার করছিল সে। সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ হয় মীনা খাতুনের। এরপর সেখানে কাজে যায় রাহুল। তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দিন সাতেক আগে দু’বছরের কন্যাসন্তান লামিয়া খাতুনকে সঙ্গে নিয়ে স্বামীর ঘর ছেড়ে প্রেমিক রাহুলের সঙ্গে পলাশিপাড়ায় চলে আসে মীনা। সেখানে বসবাস করতে শুরু করে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধেয় তারা পরিবার ও প্রতিবেশীদের জানায়, ডায়েরিয়া হয়ে তাদের মেয়ের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের সদস্যদের সন্দেহ হয়, তাকে খুন করা হয়েছে। এরপর পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ দেহ উদ্ধারের পাশাপাশি রাহুল ও মীনাকে আটক করে নিয়ে যায়। রাহুলের কাকা লালন শেখের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পলাশিপাড়া থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার তেহট্ট মহকুমা আদালতে পাঠানো হয়। শিশুটির দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।