তিস্তা পারে ফের মর্টার শেল উদ্ধার, সেনার তৎপরতায় নিষ্ক্রিয়

সংগৃহীত চিত্র

জলপাইগুড়ি, ২৫ সেপ্টেম্বর— তিস্তার চরে ফের উদ্ধার হল প্রাণঘাতী মর্টার শেল। বৃহস্পতিবার সেনার বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা শেলটিকে নিষ্ক্রিয় করেন। গত সাত দিনে এটি নিয়ে দ্বিতীয় মর্টার শেল উদ্ধার তিস্তা পারে। ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ালেও সেনার দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জলপাইগুড়ির হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মৃধাপাড়ায় জমি খুঁড়তে গিয়ে এক কৃষক প্রথমে শেলটির সন্ধান পান। মুহূর্তের মধ্যেই এলাকায় খবর ছড়িয়ে পড়ে। আতঙ্কিত গ্রামবাসীরা দ্রুত পুলিশকে খবর দেন। হলদিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সেনার কাছে জানান।

এরপর বিন্নাগুড়ি সেনা ছাউনির বম্ব ডিসপোজাল ইউনিটের পাঁচ সদস্যের একটি বিশেষ দল ঘটনাস্থলে আসে। লেফট্যানেন্ট কর্নেল মৃণাল নেওলের নেতৃত্বে দলটি তিস্তার সাড়ে সাত নম্বর স্পারের কাছে একটি ফাঁকা চরে শেলটিকে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। ওই সময় উপস্থিত ছিলেন হলদিবাড়ি থানার পুলিশকর্মীরাও।


উল্লেখ্য, ২০২৩ সালে সিকিমে ভয়াবহ বন্যার সময় বহু সেনাকর্মীর গোলাবারুদ তিস্তার স্রোতে ভেসে যায়। তারপর থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই মেলে মর্টার শেল ও বিস্ফোরক। মাত্র এক সপ্তাহ আগেই ময়নাগুড়ি থানা এলাকায় তিস্তার চরে একটি মর্টার শেল উদ্ধার হয়েছিল। তার পর ফের এমন বিস্ফোরক মেলার ঘটনায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে সীমান্তবর্তী গ্রামাঞ্চলে।

স্থানীয় প্রশাসন ও সেনা সূত্রে জানানো হয়েছে, তিস্তা নদীর আশপাশে এখনও এ ধরনের আরও প্রাণঘাতী অস্ত্র-শস্ত্র পড়ে থাকতে পারে। ফলে উদ্ধার অভিযানের পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে।