ক্যানিংয়ে উদ্ধার নিখোঁজ ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ

প্রতীকী চিত্র

শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে উদ্ধার নিখোঁজ এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। শুক্রবার থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। তাঁদের দাবি, জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন হয়েছেন ওই ব্যক্তি। পুলিশ ঘটনার কিনারা পাওয়ার জন্য তদন্ত শুরু করেছেন।

জানা গিয়েছে, মৃত সাকিরুল মোল্লা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের হাটপুকুরিয়া পঞ্চায়েতের ভলেয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর সঙ্গে প্রতিবেশী মিয়া মন্ডলের জমি সংক্রান্ত অশান্তি চলছিল। টাকা লেনদেনের ব্যাপারও ছিল। সম্প্রতি প্রায় দেড় লক্ষ টাকা লেনদেন নিয়ে এই দুই পক্ষের মধ্যে বিবাদ চরমে পৌঁছায়।

পরিবার সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা থেকেই সাকিরুল মোল্লার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত থেকেই দুশ্চিন্তায় তাঁর পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ করতে শুরু করে। কিন্তু কোনও খবর পাওয়া যায়নি। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। বাড়ির নিকটেই ক্ষতবিক্ষত অবস্থায় দেহটি পড়ে ছিল। মৃতের হাতে এবং পায়ের অনেক জায়গায় ক্ষত চিহ্ন ছিল। পরিবারের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে, সাকিরুলকে খুন করা হয়েছে।


এই ঘটনার নেপথ্যে প্রতিবেশী মিয়া মণ্ডল, মিজানুর মণ্ডল ও মোসিউর মণ্ডল রয়েছেন বলে তাঁদের দাবি। সন্দেহ করা হচ্ছে, প্রথমে সাকিরুলকে অপহরণ করা হয় এবং তারপর খুন করে দেহ বাড়ির আছে ফেলে রেখে যায় অভিযুক্তরা। ক্যানিং থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ ইতিমধ্যেই তাঁদের তল্লাশি শুরু করেছে।