পূর্ব বর্ধমানের সবচেয়ে বড় গ্রামীণ মেলা পৌষ বরন শুরু হল। জেলার খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়ায় এই মেলা ‘মনের মেলা’ নামে পরিচিত। ৬ দিনের এই মেলায় প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে উদ্যোক্তারা দাবি করেছেন। এই মিলন মেলায় থাকছে বিভিন্ন বর্ণময় অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। থাকছে সামাজিক ও মানবিক কর্মসূচি। প্রায় এক মাস ধরে এই মেলার প্রস্তুতি চলার পর এদিন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ছিলেন বিধায়ক শম্পা ধাড়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
খণ্ডঘোষ এলাকার বাদুলিয়ায় এই মনের মেলা এবার পাঁচ বছরে পদার্পণ করল। মেলার শুরুটা করেন এখানকার জন প্রতিনিধি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। বাদুলিয়া মাঠ সংলগ্ন বিশাল এলাকা জুড়ে এই মেলা বসেছে। বাদুলিয়া সহ ছাতিমপুর, পুনিয়া, নারুগ্রাম, আমিলা, বনতীর, সেহারাবাজারের মতো প্রায় ৩০ টির মতো গ্রামের লোকজন প্রতিদিন এই মেলায় অংশ নেবেন। ধান ওঠার মুখে এমনিতেই গ্রাম বাংলায় উৎসবের পরিবেশ থাকে। আর সে ক্ষেত্রে গত পাঁচ বছরে মনের মেলা সাধারণ মানুষের মধ্যে বিশেষভাবে জায়গা করে নিয়েছে।
অন্যতম উদ্যোক্তা অপার্থিব ইসলাম জানান, মেলা উপলক্ষে গ্রামীণ প্রতিভাদের সামনের সারিতে আনতে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। থাকছে নৃত্য, সংগীত, ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা। মহিলাদের জন্য রান্না প্রতিযোগিতাও থাকছে। মানবিক কাজ হিসেবে গ্রামের মানুষের মধ্যে সচেতনতা আনতে মেগা রক্তদান শিবির হবে। প্রায় ৭০০ ইউনিট রক্ত সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে। ওই শিবির হবে ২২ ডিসেম্বর। অনুষ্ঠানের মঞ্চে বিভিন্ন দিনে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণিজনদের আমন্ত্রণ জানিয়ে তাঁদের সম্মাননা জানানো হবে। এবছরে মাধ্যমিক পরীক্ষায় জেলার সফল ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ওই মঞ্চে আত্ম পীড়িত মানুষের জন্য নীরবে কাজ করে চলা মালা সর্দারকে বিশেষ সম্মান জানানো হবে। মেলার শেষ দিনে গ্রামীণ ঐতিহ্য পরম্পরা মেনে থাকছে যাত্রাপালা। এছাড়াও রুচিশীল পরিবেশনার মাধ্যমে প্রতিদিনই বাংলা টিভি সিরিয়াল খ্যাত শিল্পীরা হাজির থাকবেন। তার মধ্যে অন্যতম খেয়ালি মণ্ডল, অঙ্কুশ হাজরা, হীয়া মুখার্জী। থাকবেন সংগীত শিল্পী সোয়েব আলী, অনুষ্কা পাত্র।