তারকেশ্বরে বিধ্বংসী অগ্নিকাণ্ড

হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে বাসস্ট্যান্ড এলাকার একটি চপের দোকানে পরপর তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন চপের দোকানের পাশে থাকা রেস্তোরাঁ, ফুলের দোকান সহ মোট ৬টি দোকানে ছড়িয়ে পড়ে।

তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দুর্ঘটনায় কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।

দমকলের বিভাগের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে দোকানে আগুন লেগেছে। তবে কীভাবে গ্যাস সিলিন্ডার ফাটল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। পুজোর মুখে দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের। ওই দোকানগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থাপনা যথাযথ ছিল না বলেই অভিযোগ স্থানীয়দের।