আবাস যোজনার টাকায় কাটমানি নেওয়ার অভিযোগে এক সাইবার ক্যাফের মালিককে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর এলাকার ঘটনা। অভিযোগ, ঘর তৈরির জন্য ওই ব্যক্তির ব্যাঙ্কে ৬০ হাজার টাকা এসেছিল। সেখান থেকে ২০ হাজার টাকা কাটমানি নেওয়া হয়। রবিবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে তিনদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃত ব্যক্তি অতীতে এই জাতীয় কাজ করেছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
গোপালনগর থানার আকাইপুরে সাইবার ক্যাফে রয়েছে অনুপ রায়ের। সেখানে অনলাইনে টাকা তোলা-জমা দেওয়া চলে বলে খবর। নিমাই সরকার নামে এক ব্যক্তি অভিযোগ, ‘সম্প্রতি ঘর তৈরির জন্য তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ৬০ হাজার টাকা ঢুকেছিল। অনুপ রায় দাবি করেন, তিনি ঘর পাইয়ে দিয়েছেন।’ এরপর নিমাই সরকারের কাছ থেকে জোর করে ২০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনার পর নিমাইবাবু গোপালনগর থানার দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে পুলিশ ওই সাইবার ক্যাফের মালিককে গ্রেপ্তার করে। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘নিমাই দাস বাড়ি করার জন্য ৬০ হাজার টাকা ব্যাঙ্ক থেকে তোলার পর অভিযুক্ত ২০ হাজার টাকা নেন। এর আগে টাকার বিনিময় বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তুলেছেন অভিযুক্ত। পুলিশ তদন্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের টাকায় যাঁরাই হস্তক্ষেপ করবে, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।’