ট্রাক্টর ভাড়া নিয়ে অন্য জায়গায় বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তি

ট্রাক্টর ভাড়া নিয়ে নিজের নামে অবৈধ কাগজ তৈরি করে অন্য জায়গায় বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জামুড়িয়া থানার পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে মোট ৭টি ট্রাক্টর উদ্ধার করা হয়েছে। রবিবারে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস।

জানা গিয়েছে, জামুড়িয়ার বাড়ুল গ্রামের বাসিন্দা আশিস কুমার মণ্ডল তাঁর ট্রাক্টর শ্রীপুরের বাসিন্দা সুমিত কুমারকে ভাড়া দিয়েছিলেন। তার জন্য আশিসকে প্রতি মাসে ১২ হাজার টাকা করে ভাড়া দিতেন সুমিত। সেই চুক্তি অনুযায়ী টাকা চাইতে গেলে বিভিন্ন অজুহাত দেখিয়ে আশিসকে ফিরিয়ে দেন তিনি। গত মার্চ মাসে টাকা চাইতে গেলে আশিসকে বলা হয়, ট্রাক্টর চুরি হয়ে গিয়েছে। এই পরেই ট্রাক্টরের মালিক আশিস জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরেই পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত সুমিতকে গত ৮ মে গ্রেপ্তার করে।

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন ধরনের গাড়ি ভাড়া নিয়ে অবৈধভাবে নিজের নামে কাগজ তৈরি করে বিক্রি করে দিতেন। পুলিশ এখনও পর্যন্ত এ রকম ৭ টি ট্রাক্টর উদ্ধার করেছে। তাছাড়াও আরও কী কী গাড়ি তিনি অবৈধভাবে বিক্রি করেছিলেন তার তদন্ত চলছে। রবিবার সাংবাদিক বৈঠকে ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস ছাড়াও উপস্থিত ছিলেন এসিপি বিমান কুমার মির্ধা, সিআই সুসান্ত কুমার চ্যাটার্জি, জামুড়িয়া থানার আধিকারিক সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর, চুরুলিয়া ফাঁড়ির আধিকারি সুশোভন ব্যানার্জি, মেজবাবু সুভাষ ব্যানার্জি, শিবশঙ্কর বাউরি সহ জামুড়িয়া থানার অন্যান্য আধিকারিকরা।