আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষের পাশে ‘মা’ ক্যান্টিন: চন্দ্রিমা

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের জন্য ‘মা’ ক্যান্টিন। এখান থেকে প্রতিদিন ৫ টাকায় ভাত, ডাল, সবজি ও ডিম সংগ্রহ করতে পারেন। নববারাকপুর পুরসভা পরিচালিত ‘মা’ ক্যান্টিন পাঁচ বছরে পদার্পণ করল। এই উপলক্ষে উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ২০২১ সাল থেকে এই ক্যান্টিন পরিচালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, কোনও মানুষ যেন খাবার থেকে দূরে না থাকেন। সেই কারণেই ‘মা’ ক্যান্টিনের ভাবনা। তিনি নিজেই নাম দিয়ে বলেছিলেন, সন্তানের জন্য মা যেভাবে পাশে থাকেন ঠিক সেইভাবে মানুষের জন্য এগিয়ে আসতে হবে। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে এই মা ক্যান্টিন যেভাবে পরিচালিত হচ্ছে তা অবশ্যই প্রশংসা করার মতো।

পুরপ্রধান প্রবীর সাহা বলেন, মানবিক দিক থেকে মুখ্যমন্ত্রী সবসময় পাশে থাকেন। সেই উদ্দেশ্যেই দুস্থ এবং আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের জন্য ‘মা’ ক্যান্টিন। এখান থেকে প্রতিদিন ৫০০-রও বেশি মানুষ খাবার সংগ্রহ করে থাকেন।