তিন আসামির যাবজ্জীবন

প্রতীকী চিত্র

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বজবজে ডাকাতি এবং মহিলার গণধর্ষণের ঘটনায় আট বছর পর শাস্তি ঘোষণা করল আলিপুর আদালত। আলিপুরের সেকেন্ড ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক অয়ন মজুমদার এই ঘটনায় তিন জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। বজবজ-কাণ্ডের চতুর্থ অভিযুক্তের মৃত্যু হয়েছে আগেই।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালের ৩১ জানুয়ারি বজবজের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মাঝরাতে বাড়িতে ঢুকে টাকাপয়সা এবং গয়নাগাটি হাতিয়ে নেয় চার দুষ্কৃতী। অভিযোগ, স্বামী এবং সন্তানকে বেঁধে রেখে মহিলাকে গণধর্ষণ করে তাদের মধ্যে তিন জন। আলিপুর আদালতে আট বছর ধরে মামলাটি চলেছে। বিচারপ্রক্রিয়া শেষে আদালত গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করেছে শেখ রামজান এবং ধনু শেখকে। তাদের দু’জনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। তিন জনকে ডাকাতির অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক মজুমদার।