আসানসোলে জাতীয় সড়কে ধস

প্রতিনিধিত্বমূলক চিত্র

আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রবিবার সকালে আচমকা ধস নামে। এর জেরে নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে প্রথমে ধস নেমে রাস্তায় কিছুটা অংশে গর্ত তৈরি হয়। তারপর সেই গর্ত ধীরে ধীরে বড় হতে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ধস কবলিত এলাকায় ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই রাস্তা মেরামতির কাজ শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ঘটনাস্থলে এসে পৌঁছায় একটি ইঞ্জিনিয়ারদের দল। প্রাথমিকভাবে অনুমান, রাস্তার নীচে মাটি সরে যাওয়ায় এই ধস নেমেছে। বর্তমানে ওই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।
এর আগেও আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে ধসে সমস্যা দেখা দিয়েছে। পুরনিগমের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল মূর্গাশোল এলাকায়, হাইড্রেনের কাছে জাতীয় সড়কে ধস নামায় রাস্তার একাংশে ফাটল দেখা দিয়েছিল। এর জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। কয়েকবছর আগে ধসের কারণে একটি স্কুলের একাংশ মাটির নিচে ঢুকে গিয়েছিল। স্থানীয়দের অভিযোগ করেছেন, বারবার একই এলাকায় ধসের ঘটনা ঘটছে। কিন্তু এর স্থায়ী সমাধানের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।